Q. সিধু ও কানুর নাম কোন্ বিদ্রোহের সাথে যুক্ত? [WBCS Preli’17]
(a) সাঁওতাল
(b) চাকমা
(c) খাসি
(d) নীল
Answer – (a) সাঁওতাল
Q. সিপাহি বিদ্রোহের সময় (1857) ভারতের বড়লাট কে ছিলেন ? [WBCS Preli’17]
(a) উইলিয়াম বেন্টিঙ্ক
(b) লর্ড কর্ণওয়ালিস
(c) লর্ড ক্যানিং
(d) লর্ড ডালহৌসি
Answer – (c) লর্ড ক্যানিং
Q. ফরওয়ার্ড ব্লক-এর প্রতিষ্ঠাতা ছিলেন— [WBCS Preli’17]
(a) সুভাষচন্দ্র বসু
(b) রাসবিহারী বসু
(c) চিত্তরঞ্জন দাশ
(d) চক্রবর্তী রাজাগোপালচারী
Answer – (a) সুভাষচন্দ্র বসু
Q. কোন্ আন্দোলনের শুরুতে গান্ধীজি ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ এর ডাক দিয়েছিলেন? [WBCS Preli’17]
(a) খিলাফৎ আন্দোলন
(b) নৌ বিদ্রোহ
(c) ভারত ছাড়া আন্দোলন
(d) দলিত হরিজন আন্দোলন
Answer – (c) ভারত ছাড়া আন্দোলন
Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় ? [WBCS Preli’17]
(a) 1907 সালে
(b) 1909 সালে
(c) 1911 সালে
(d) 1914 সালে
Answer – (c) 1911 সালে
Q. কোন্ সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ? [WBCS Preli’17]
(a) 1885-1895
(b) 1885-1905
(c) 1905-1915
(d) 1995-1925
Answer – (b) 1885-1905
Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন- [WBCS Preli’17]
(a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(c) ফিরোজ শাহ মেহতা
(d) এ. ও . হিউম
Answer – (a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Q. কোন্ ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ? [WBCS Preli’17]
(a) চৌরিচৌরা
(b) রাওলাট আইন
(c) জালিওয়ানবাগ হত্যাকাণ্ড
(d) ডাণ্ডি মার্চ
Answer – (a) চৌরিচৌরা
Q. জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় ? [WBCS Preli’17]
(a) 1907 সালে
(b) 1911 সালে
(c) 1916 সালে
(d) 1919 সালে
Answer – (c) 1916 সালে
Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল— [WBCS Preli’17]
(a) দেওবন্দ স্কুল
(b) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
(c) পীর ফকির মজলিস
(d) খিলাফৎ কমিটি
Answer – (b) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
Q. ‘মর্লে-মিন্টো সংস্কার’ কত সালে ঘোষিত হয় ? [WBCS Preli’17]
(a) 1907 সালে
(b) 1909 সালে
(c) 1911 সালে
(d) 1919 সালে
Answer – (b) 1909 সালে
Q. জালিয়ানওয়ালাবাগ-এর হত্যাকাণ্ড করে এবং কোথায় হয়েছিল? [WBCS Preli’17]
(a) 1906, অমৃতসর
(b) 1906, লাহোর
(c) 1919, করাচি
(d) 1919, অমৃতসর
Answer – (d) 1919, অমৃতসর
Q. কারা প্রত্যক্ষ সংগ্রাম’-এর (Direct Action ) ডাক দেয় ও কোন্ দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয় ? [WBCS Preli’17]
(a) মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
(b) জাতীয় কংগ্রেস (4 আগস্ট, 1942)
(c) হিন্দু মহাসভা (3 জুন, 1946)
(d) ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)
Answer – (a) মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি (Post- date) বলে অভিহিত করেছিলেন ? [WBCS Preli’17]
(a) মৌলানা আবুল কালাম আজাদ
(b) সর্দার বল্লবভাই প্যাটেল
(c) মহাত্মা গান্ধি
(d) বি. আর আম্বেদকর
Answer – (c) মহাত্মা গান্ধি
Q. আজাদ হিন্দ ফৌজ-এর প্রতিষ্ঠাতা কে? [WBCS Preli’17]
(a) সুভাষচন্দ্র বোস
(b) রাসবিহারী বোস
(c) শাহনওয়াজ খান
(d) ক্যাপ্টেন মোহন সিং
Answer – (a) সুভাষচন্দ্র বোস
Q. জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন-এ কোন্টিকে লক্ষ্য বরে ঘোষণা করেছিল ? [WBCS Preli’17]
(a) পূর্ণ স্বরাজ
(b) ডমিনিয়ন স্ট্যাটাস
(c) ভারত ছাড়ো
(d) উপরের কোনটিই নয়
Answer – (a) পূর্ণ স্বরা
Q. কত সালে এবং কোথায় মুসলিম লীগ ‘পাকিস্থান প্রস্তাব’ গ্রহণ করেন ? [WBCS Preli’17]
(a) 1929, লাহোর
(b) 1930, এলাহাবাদ
(c) 1940, লাহোর
(d) 1940 ঢাকা
Answer – (c) 1940, লাহোর
Q. 1946 সালে কোন্ মিশন/কমিশন ভারতে আসে ? [WBCS Preli’17]
(a) ক্রিপস মিশন
(b) ক্যাবিনেট মিশন
(c) সাইমন কমিশন
(d) হান্টার কমিশন
Answer – (b) ক্যাবিনেট মিশন
Q. কোন্ সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার ’ লুণ্ঠিত হয় ? [WBCS Preli’17]
(a) 1930, সূর্য সেন
(b) 1929, বটুকেশ্বর দত্ত
(c) 1929, শচীন্দ্রনাথ সান্যাল
(d) 1930, রামপ্রসাদ বিসমিল
Answer – (a) 1930, সূর্য সেন
Q. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? [WBCS Preli’17]
(a) জুলাই, 1947
(b) জুন, 1946
(c) আগস্ট, 1947
(d) আগস্ট, 1946
Answer – (a) জুলাই, 1947