Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন— [WBCS Preli’17]

(a) চক্রবর্তী রাজাগোপালাচারী

(b) ক্লিমেন্ট এটলি

(c) লর্ড ওয়েভেল

(d) লর্ড মাউন্টব্যাটেন

Answer – (d) লর্ড মাউন্টব্যাটেন

Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন— [WBCS Preli’17]

(a) লর্ড মাউন্টব্যাটেন

(b) মহম্মদ আলি জিন্না

(c) সৈয়দ আমির আলি

(d) মহম্মদ সেখ আবদুল্লা

Answer – (b) মহম্মদ আলি জিন্না

Q. নিম্নলিখিত কোন্ সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? [WBCS Preli’17]

(a) মৃচ্ছকটিক

(b) দেবীচন্দ্রগুপ্ত

(c) মত্তবিলাস

(d) মুদ্রারাক্ষস

Answer – d) মুদ্রারাক্ষস

Q. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন ? [WBCS Preli’16]

(a) ডিমিট্রিয়াস

(b) প্রথম অ্যান্টিওকাস

(c) মিনান্দার

(d) কোনটিই নয়

Answer – (c) মিনান্দার

Q. গান্ধিজি হিন্দ স্বরাজ লিখেছিলেন- [WBCS Preli’ 16]

(a) ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে

(b) সাবরমতি আশ্রমে

(c) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে

(d) চম্পারণ সত্যাগ্রহের সময়

Answer – (c) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে

Q. কোন্ রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ? [WBCS Preli’ 16]

(a) ধর্মপাল

(b) ধ্রুব

(c) দেবপাল

(d) বল্লাল সেন

Answer – (a) ধর্মপাল

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? [WBCS Preli’ 16]

(a) স্যার স্টাফোর্ড ক্রীপস

(b) লর্ড ওয়াভেল

(c) স্যার পেথিক লরেন্স

(d) এ. ভি. আলেকজান্ডার

Answer – (b) লর্ড ওয়াভেল

Q. নিম্নলিখিত কোন্ গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে ? [ WBCS Preli’16]

(a) তাহকিক-ই-হিন্দ

(b) শাহনামা

(c) তারিখ-ই-ফিরোজশাহী

(d) উপরের কোনটিই নয়

Answer – (c) তারিখ-ই-ফিরোজশাহী

Q. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ? [ WBCS Preli 16]

(a) সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের

(b) একাদশ ও দ্বাদশ শতকের তুর্কী আক্রমণের

(c) মালাবার উপকূলে আরব বণিকগণের

(d) সুফি সন্ত এবং আরবীয় পর্যটকগণের

Answer – (c) মালাবার উপকূলে আরব বণিকগণের

Q. স্বরাজদল কোন্ সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল ? [WBCS Preli’16]

(a) 1923, 1926

(b) 1919, 1923

(c) 1920, 1926

(d) 1919, 1920

Answer – (a) 1923, 1926

Q. . দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ? [WBCS Preli’16]

(a) বলবন

(b) রাজিয়া

(c) জালালউদ্দিন খলজী

(d) ফিরোজ তুঘলক

Answer – (c) জালালউদ্দিন খলজী

Q. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ? [WBCS Preli’16]

(a) বিজাপুর

(b) গোলকুন্ডা

(c) হাম্পি

(d) বরোদা

Answer – (c) হাম্পি

Q. ১৯২১-এর মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ? [WBCS Preli’16

(a) আসাম

(b) কেরল

(c) পাঞ্জাব

(d) বাংলা

Answer – (b) কেরল

Q. নিম্নলিখিত কোন্ ব্যক্তি দীন-ই-ইলাহীর একজন সদস্য হয়েছিলেন? [WBCS Preli’16]

(a) রাজা মান সিং

(b) টোডরমল

(c) তানসেন

(d) রাজা বীরবল

Answer – (d) রাজা বীরবল

Q. ‘তকাভি’ বলতে কী বোঝায়? [WBCS Preli’16]

(a) কৃষক ঋণ

(b) এক ধরনের ঊর্বর জমি

(c) হিন্দুদের উপর আরোপিত কর

(d) অনুর্বর জমি

Answer – (a) কৃষক ঋণ

Q. ভারত যখন স্বাধীন হয়, তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন? [WBCS Preli’16]

(a) মহাত্মা গান্ধি

(b) জওহরলাল নেহেরু

(c) জে. বি কৃপালনী

(d) সর্দার প্যাটেল

Answer – (c) জে. বি কৃপালনী

Q. মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল? [WBCS Preli’16]

(a) উর্দু

(b) ফার্সি

(c) ফার্সি এবং আঞ্চলিক ভাষা

(d) তুর্কী

Answer – (b) ফার্সি

Q. “দি মহমেডান-অ্যাঙ্গলো-ওরিয়েন্টাল-ডিফেন্স এ্যাসোসিয়েশন’-এর শুরু করেছিলেন  [WBCS Preli’16]

(a) স্যার সৈয়দ আহমদ খান

(b) টি. বেক

(c) এ. এস. স্যামুয়েলসেন

(d) এম. এম. মুলক্

Answer – (a) স্যার সৈয়দ আহমদ খান

Q. কোন্ রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ? [WBCS Preli’16]

(a) নসক

(b) গাল্লাবকসি

(c) জাবতি

(d) কানকুট

Answer – (c) জাবতি

Q. স্টাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন— [WBCS Preli’16]

(a) কনজারভেটিব পার্টি

(b) লেবার পার্টি

(c) লিবেরাল পার্টি

(d) অফিসিয়াল পার্টি

Answer – (b) লেবার পার্টি

Scroll to Top