Q.1621 খ্রীঃ ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? [WBCS Preli’16]
(a) গোয়া
(b) সুরাট
(c) কালিকট
(d) মাদ্রাজ
Answer – (b) সুরাট
Q. রঞ্জিত সিংহ কোন্ মিসলের নেতা ছিলেন ? [WBCS Preli’16]
(a) সুকারচাকিয়া মিসল
(b) ভেঙ্গি মিসল
(c) কানহেয়া মিসল
(d) গোবিন্দ মিসল
Answer – (a) সুকারচাকিয়া মিসল
Q. 1907 সালে ‘স্যার কার্জন উইলিকে’ কে হত্যা করেন ? [WBCS Preli’16]
(a) বি.এন. দত্ত
(b) এম. এল. ধিংরা
(c) সর্দার অজিত সিং
(d) এস. সি. চ্যাটার্জী
Answer – (b) এম. এল. ধিংরা
Q. 1942 এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? [WBCS Preli’16]
(a) লিনলিথগো
(c) ওয়াভেল
(b) উইলিংটন
(d) মিন্টো
Answer – (a) লিনলিথগো
Q. টিপুর চুড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? [WBCS Preli’16]
(a) লর্ড ওয়েলেসলি
(b) লর্ড কর্ণওয়ালিস
(c) লর্ড ডালহৌসি
(d) জন শোর
Answer – (a) লর্ড ওয়েলেসলি
Q. কে ‘অনুশীলন সমিতি’ সংগঠিত করেছিলেন ?[WBCS Preli’16]
(a) যতীন দাশ
(b) বটুকেশ্বর দত্ত
(c) পি. মিত্ৰ
(d) অশ্বিনী কুমার দত্ত
Answer – (c) পি. মিত্ৰ
Q. 1935 সালের আইন অনুযায়ী কোন্ প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? [WBCS Preli’16]
(a) বিহার
(b) মাদ্রাজ
(c) উড়িষ্যা
(d) পাঞ্জাব
Answer – (d) পাঞ্জাব
Q . থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছিলেন? [WBCS Preli’16]
(a) হেনরি ডিরোজিও
(b) অ্যানি বেসান্ত
(c) ভগিনী নিবেদিতা
(d) মাদাম এইচ. পি. ব্লাভাটক্সি
Answer – (d) মাদাম এইচ. পি. ব্লাভাটক্সি
Q. কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন ? [WBCS Preli’16]
(a) দয়ানন্দ সরস্বতী
(b) রাজা রামমোহন রায়
(c) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
(d) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Answer – (c) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
Q. দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল ? [WBCS Preli’16]
(a) 555
(b) 558
(c) 560
(d) 562
Answer – (d) 562
Q. কে ‘বারভাইস সভা’ সংগঠিত করেছিলেন? [WBCS Preli’16]
(a) মাধব রাও নারায়ণ
(b) দ্বিতীয় বাজীরাও
(c) মহাদজী সিন্ধিয়া
(d) নানা ফড়নবিশ
Answer – (d) নানা ফড়নবিশ
Q. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ্-এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ? [ WBCS Preli 16]
(a) এইচ. এল. ভি. ডিরোজিও
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) কেশবচন্দ্র সেন
(d) রাজা রামমোহন রায়
Answer – (d) রাজা রামমোহন রায়
Q. কে 1932 খ্রীঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন ? [ WBCS Preli 16]
(a) জিন্না
(b) সৈয়দ আহমেদ
(c) রামজে ম্যাকডোনাল্ড
(d) লর্ড কার্জন
Answer – (c) রামজে ম্যাকডোনাল্ড
Q. ডান্ডি মার্চ-এর সঙ্গে শুরু হয় [WBCS Preli’16]
(a) হোমরুল আন্দোলন
(b) অসহযোগ আন্দোলন
(c) আইনঅমান্য আন্দোলন
(d) ভারত ছাড়ো আন্দোলন
Answer – (c) আইনঅমান্য আন্দোলন
Q. ‘ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে
জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ’ ভারত ভাগ – সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন? [WBCS Preli 16]
(a) সৈফুদ্দিন কিচলু
(b) এম.এন.রায়
(c) সি. রাজাগোপালাচারী
(d) মৌলানা মহঃ আলি
Answer – (a) সৈফুদ্দিন কিচলু
Q. নিম্নোক্ত কোন্ ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ? [ WBCS Preli 16]
(a) ব্রাহ্ম সমাজ
(b) আর্য সমাজ
(c) রামকৃষ্ণ মিশন
(d) উপরোক্ত সবকটি
Answer – (d) উপরোক্ত সবকটি
Q. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন্ অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করেছিল? [WBCS Preli’16]
(a) দিল্লী
(b) লাহোর
(c) পুনে
(d) সুরাট
Answer – (a) দিল্লী
Q. কোন্ গভর্নর-জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস (IC.S) প্রবর্তিত হয়েছিল ? [WBCS Preli’16]
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড কার্জন
(c) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক
(d) লর্ড কর্নওয়ালিশ
Answer – (d) লর্ড কর্নওয়ালিশ
Q. Drain of wealth’ বইয়ের লেখক কে? [WBCS Preli’16]
(a) জওহরলাল নেহেরু
(b) দাদাভাই নওরোজী
(c) মহাত্মা গান্ধি
(d) রমেশ চন্দ্র দত্ত
Answer – (b) দাদাভাই নওরোজী
Q. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিঃ তে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভুখন্ড পুনঃনামকরণ হয়েছিল? [WBCS Preli’16]
(a) শহীদভূমি
(b) শহীদ ও স্বরাজ দ্বীপ
(c) আজাদ হিন্দুস্থান
(d) জয়হিন্দ দ্বীপ
Answer – (b) শহীদ ও স্বরাজ দ্বীপ