Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল ? [WBCS Preli’16]

(a) রাসবিহারী বসু, 1942

(b) সুভাষ চন্দ্র বসু 1943

(c) ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে (সিঙ্গাপুরে)1942-এ

(d) উপরোপ্ত কোন ব্যক্তি নয়

Answer – (c) ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে (সিঙ্গাপুরে)1942-এ

Q. কোন বৎসর সুভাষ চন্দ্র বসুর জার্মানীতে ‘মহা নিষ্ক্রমণ’ ঘটেছিল ? [WBCS Preli’16]

(a) 1939

(b) 1940

(c) 1941

(d) 1942

Answer – (c) 1941

Q. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরী হয় সালে।[WBCS Preli’16]

(a) 1950

(b) 1951

(c) 1952

(d) 1954

Answer – (c) 1952

Q. ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কী? [WBCS Preli’16]

(a) নরমপন্থীদের আন্দোলনে সরকারী অবজ্ঞা

(b) ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার (c) বঙ্গবিভাগ

(d) বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান

Answer – (c) বঙ্গবিভাগ

Q. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ? [WBCS Preli’16]

(a) আলেকজান্ডার কানিংহাম

(b) গর্ডন চাইল্ড

(c) মর্টিমার হুইলার

(d) জন মার্শাল

Answer – (a) আলেকজান্ডার কানিংহাম

Q. হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ? [WBCS Preli’16]

(a) কালিবঙ্গান

(b) লোথাল

(c) কোটডিজি

(d) রোপার

Answer – (b) লোথাল

Q. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা- [WBCS Preli’16]

(a) জি.কে. গোখলে

(b) এম.জি. রাণাডে

(c) বি.জি. তিলক

(d) ভি.ডি. সাভারকর

Answer – (a) জি.কে. গোখলে

Q. উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি— [WBCS Preli’16]

 (a) খ্রীঃপূঃ 600 অব্দে

 (b) খ্রীঃপূঃ 800 অব্দে

 (c) খ্রীঃপূঃ 1000 অব্দে

 (d) খ্রীঃপূঃ 1600-600 অব্দে

Answer – (b) খ্রীঃপূঃ 800 অব্দে

 Q. বৌদ্ধধর্ম মতে, সকল দুঃখের কারণ হল— [WBCS Preli’16]

(a) মায়া

(b) কাম

(c) তৃষ্না

(d) ক্রোধ

Answer – (c) তৃষ্না

Q. হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন— [WBCS Preli’16]

(a) এন.এম. জোশী

(b) ভি. বি. প্যাটেল

(c) জি. এল. নন্দ

(d) দাদাভাই নওরোজী

Answer – (c) জি. এল. নন্দ

Q. শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? [W.B SSC’15]

(a) ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য

(b) সামরিক বিধি ভঙ্গের প্রতিশোধ নেওয়ার জন্য

(c) ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য (d) জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য

Answer – (c) ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য

Q. ‘দুনিয়ার মজদুর এক হও’ বলেছিলেন— [W.B SSC’15]

(a) মার্কস

(b) লেনিন

(c) স্টালিন

(d) চৌ-এন. লাই

Answer – (b) লেনিন

Q. ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ? [W.BSSC’15]

(a) ডান্ডি

(b) খেদা

(c) আমেদাবাদ

(d) চম্পারণ

Answer – (d) চম্পারণ

Q. যে সন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হল- [W.B SSC ’15]

(a) 1911

(b) 1912

(c) 1913

(d) 1919

Answer – (a) 1911

Q. ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ বইটির লেখক হলেন- [W.B SSC ’15]

(a) মহাত্মা গান্ধী

(b) পণ্ডিত জওহরলাল নেহরু

(c) নেতাজী সুভাষচন্দ্র বসু

(d) সর্দার বল্লভভাই প্যাটেল

Answer – (b) পণ্ডিত জওহরলাল নেহরু

Q. কোন গভর্নর জেনারেল ফোর্টউইলিয়ম কলেজ স্থাপন করেন? [W.B SSC ’15]

(a) ওয়েলেসলি

(b) লর্ড কার্জন

(c) লর্ড বেন্টিক

(d) লর্ড রিপন

Answer – (a) ওয়েলেসলি

Q. আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্র শিল্পীকে চিহ্নিত করুন- [WBCS Preli’15]

(a) ফারুখ

(b) মুশকিন

(c) মনসুর

(d) মুকুন্দ

Answer – (d) মুকুন্দ

Q. পিটের ভারত আইন কোন্ সালে প্রণীত হয় ? [WBCS Preli’15]

(a) 1773

(b) 1781

(c) 1784

(d) 1858

Answer – (c) 1784

Q. কোন্ পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ? [WBCS Preli’15]

(a) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

(b) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

(c) চতুর্থ পবার্ষিকী পরিকল্পনা

(d) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

Answer – (b) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

Q. কোন্ বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন?[WBCS Preli’15] 

(a) 1942

(b) 1945

(c) 1946

(d) 1947

Answer – (c) 1946

Scroll to Top