Q. বঙ্গবিভাগ কার্যকরী হবার তারিখ কী ছিল? [WBCS Preli’15]
(a) 16 ই অক্টোবর 1905
(b) 29 শে মার্চ 1901
(c) 22 শে জুলাই 1911
(d) 14 ই আগস্ট 1946
Answer – (a) 16 ই অক্টোবর 1905
Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? [WBCS Preli’15]
(a) পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
(b) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিস্টাব্দে
(c) মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিস্টাব্দে
(d) রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিস্টাব্দে
Answer – (a) পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
Q. 1857 অভ্যুত্থানে ভারতের কোন্ অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়ে নি ? [WBCS Preli’15]
(a) বাংলা
(b) পাঞ্জাব
(c) অযোধ্যা
(d) সবকটি অঞ্চলেই
Answer – (b) পাঞ্জাব
Q. কবে এবং কোথায় ‘গদরপার্টী’ প্রতিষ্ঠিত হয়? [WBCS Preli’15]
(a) আমেরিকা, 1913
(b) ইংল্যান্ড, 1917
(c) ডেনমার্ক, 1921
(d) স্কটল্যান্ড, 1925
Answer – (a) আমেরিকা, 1913
Q. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? [WBCS Preli 15]
(a) 1856
(b) 1817
(c) 1838
(d) 1867
Answer – (a) 1856
Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? [WBCS Preli’15]
(a) লর্ড লিটন
(b) লর্ড ডালহৌসী
(c) লর্ড ওয়েলেসলী
(d) লর্ড কার্জন
Answer – (a) লর্ড লিটন
Q. কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে ? [WBCS Preli’15]
(a) সত্যাগ্রহ
(b) স্বরাজ
(c) শিক্ষা
(d) বয়কট
Answer – (b) স্বরাজ
Q. এদের মধ্যে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কে ছিলেন না ? [WBCS Preli’15]
(a) অ্যানী বেসান্ত
(b) তিলক
(c) এম. এ. জিন্না
(d) মৌলানা আজাদ
Answer – (d) মৌলানা আজাদ
Q. কবে ‘মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয় ? [WBCS Preli’15]
(a) 1901
(b) 1906
(c) 1910
(d) 1915
Answer – (b) 1906
Q. ভারতে ‘সিভিল সার্ভিস’ কে শুরু করেন? [WBCS Preli’15]
(a) লর্ড হার্ডিঞ্জ
(b) উইলিয়াম বেন্টিঙ্ক
(c) লর্ড কর্নওয়ালিশ
(d) লর্ড ডালহৌসী
Answer – (c) লর্ড কর্নওয়ালিশ
Q. ‘তিতুমির’ কে ছিলেন? [WBCS Preli’15]
(a) ওয়াহাবী আন্দোলন
(b) ফরাজী আন্দোলন
(c) সিপাহী বিদ্রোহ
(d) নীল বিদ্রোহ-এর নেতা
Answer – (a) ওয়াহাবী আন্দোলন
Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান ? [WBCS Preli’15]
(a) লর্ড ডালহৌসী
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড হার্ডিঞ্জ
(d) লর্ড রিপন
Answer – (a) লর্ড ডালহৌসী
Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন্ অভুত্থান ঘটে ? [WBCS Preli’15]
(a) পাবনা বিদ্রোহ
(b) নীল বিদ্রোহ
(c) সন্ন্যাসী বিদ্রোহ
(d) সাঁওতাল বিদ্রোহ
Answer – (b) নীল বিদ্রোহ
Q. যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণদান করেন তবে তাকে বলে- [WBCS Preli’15]
(a) সামন্ততন্ত্র
(b) আধা-সামন্ততন্ত্র
(c) পুঁজিবাদ
(d) পুঁজিবাদী আবাদ
Answer – (d) পুঁজিবাদী আবাদ
Q. কবে ডান্ডী অভিযান’ হয়েছিল ? [WBCS Preli’15]
(a) 12 ই এপ্রিল, 1925
(b) 7 ই আগস্ট, 1942
(c) 12 ই মাৰ্চ, 1930
(d) 14 ই মে, 1935
Answer – (c) 12 ই মাৰ্চ, 1930
Q. প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে ? [WBCS Preli’15]
(a) ওয়ারেন হেস্টিংস
(b) উইলিয়াম বেন্টিঙ্ক
(c) মাকুয়েস কর্ণওয়ালিস
(d) চার্লস্ ক্যানিং
Answer – (a) ওয়ারেন হেস্টিংস
Q. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন— [WBCS Preli’15]
(a) দেবেন্দ্রনাথ ঠাকুর
(b) শিবনাথ শাস্ত্রী
(c) কেশবচন্দ্র সেন
(d) রাজা রামমোহন রায়
Answer – (a) দেবেন্দ্রনাথ ঠাকুর
Q. ইন্ডিয়ান এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ? [WBCS Preli’15]
(a) ডব্লু. সি. ব্যানার্জী
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(c) লালা লাজপৎ রায়
(d) দাদাভাই নওরোজী
Answer – (b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল? [WBCS Preli’15]
(a) 1লা অক্টোবর 1939
(b) 10 ই আগস্ট 1940
(c) 11 ই মে 1941
(d) 1 লা সেপ্টেম্বর 1942
Answer – (d) 1 লা সেপ্টেম্বর 1942
Q. ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ? [WBCS Preli’15]
(a) ক্লাইভ
(b) রিপন
(c) মেয়ো
(d) নর্থব্রুক
Answer – (c) মেয়ো