Important Chemistry Question Answer for JENPAS-UG

Q. কোনো উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব দ্বিগুন করলে সাম্য ধ্রুবকের মান-

(a) দ্বিগুন হবে
(b) অর্ধেক হবে
(c) একই থাকবে
(d) চারগুন হবে
Answer – (c) একই থাকবে

Q. নীচের কোন্ উভমুখী বিক্রিয়াটি সবচেয়ে বেশি সম্পূর্ণতার দিকে অগ্রসর হবে?

(a) K=1
(b) K=10
(c) K=10-²
(d) K=10³
Answer – (d) K=10

Q. নিম্নলিখিত অনুবন্ধী ক্ষারকগুলির মধ্যে তীব্রতম কোন্ টি?

(a) NO3-
(b) CH3OOO-
(c) CI-
(d) CIO4-
Answer – (b) CH3OOO-

Q. ফসফরাস অ্যাসিডের (H3PO3) তুল্যাঙ্কভার হল-

(a) 82
(b) 41
(c) 27.3
(d) 20.5
Answer – (b) 41

Q. NH4HF2 -এর ক্ষারগ্রহীতা-

(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Answer – (a) 1

Q. নীচের কোনটি সর্বাধিক গাঢ় দ্রবণ?

(a) 1(m) HNO3 এর জলীয় দ্রবণ
(b) 1(M) HNO3 -এর জলীয় দ্রবণ
(c) 1% HNO3 -এর জলীয় দ্রবণ
(d) সবকটি সঠিক
Answer – (a) 1(m) HNO3 এর জলীয় দ্রবণ

Preparation for JENPAS-UG

Q. 250 সিসি (N/10) মাত্রার K₂Cr₂O7 দ্রবণ প্রস্তুতিতে কত গ্রাম K₂Cr₂O7 প্রয়োজন?

(a) 1.225 গ্রাম
(b) 1.757 গ্রাম
(c) 2.45 গ্রাম
(d) 3.25 গ্রাম
Answer – (a) 1.225 গ্রাম

Q. নীচের কোন্ অ্যাসিডটির নম্যালিটি ও মোলারিটি সমান?

(a) H₃PO2
(b) H₂SO₄
(c) H₂C2O4.2H₂O
(d) H₃PO₄
Answer – (a) H₃PO2

Q. 100 CC 1(M) Na₂CO3 -এর জলীয় দ্রবণে অতিরিক্ত 400 CC জল যোগ করলে নতুন দ্রবণের নর্ম্যালিটি হবে-

(a) 1(N)
(b) 0.2 (N)
(c) 0.4 (N)
(d) 4 (N)
Answer – (c) 0.4 (N)

Q. নীচের কোন্ লবণের জলীয় দ্রবণের pH-এর মান 7-এর কম?

(a) KCN
(b) NaCl
(c) CH3COONa
(d) NH4CI
Answer – (d) NH4CI

Q. FeCI3 -এর জলীয় দ্রবণের pH -এর মান-

(a) 7
(b) 7-এর কম
(c) 7 -এর বেশি
(d) A, B, C সবকটিই সঠিক
Answer – (b) 7-এর কম

Q. কোন্ টিকে বিশুদ্ধ জলে যোগ করলে জলের pH পরিবর্তিত হয়?

(a) NaCl
(b) K₂SO₄
(c) (NH4)₂SO₄
(d) Na2SO4
Answer – (c) (NH4)₂SO

Entrance Exam Preparation for JENPAS-UG

Q. 10-¹⁰(N) NaOH -এর জলীয় দ্রবণের pH-

(a) 10
(b) 4
(c) 7-এর কাছাকাছি
(d) 14 -এর কাছাকাছি
Answer – c) 7-এর কাছাকাছি

Q. 1 লিটার NaOH -এর জলীয় দ্রবণে 0.4 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে দ্রবণের pH-

(a) 2
(b) 12
(c) 4
(d) 10
Answer – (b) 12

Q. 50°C উন্নতায় বিশুদ্ধ জলের pH-

(a) 7
(b) 7-এর কম
(c) 7-এর বেশি
(d) 14
Answer – (b) 7-এর কম

Q. নীচের কোন্ টি pH-এর মান সর্বাধিক?

(a) 10-²(N) HCI
(b) 10-³(N) HCI
(c) 10-²(N) NaOH
(d) 10-³(N) NaOH
Answer – (c) 10-²(N) NaOH

Q. জলীয় দ্রবণে নীচের কোন্টি বাফার হিসেবে কাজ করে?

(a) CH3COOH + CH3COONa (2:1)
(b) CH3COOH + NaOH (2:1)
(c) CH3COOH + NaOH (1:1)
(d) NHCI + H₂O
Answer – (b) CH3COOH + NaOH (2:1)

Q. CaF2 -এর বিশুদ্ধ জলের দ্রাব্যতা x হলে দ্রাব্যতার গুণফল হবে-

(a) 2S²
(b) 4S³
(c) 2S
(d) 3S
Answer – (b) 4S³

Mock Test for JENPAS-UG

Q. মৃদু অ্যাসিড HA -এর বিয়োজন ধ্রুবক 10-⁵ হলে 0.1(M) ঐ অ্যাসিড দ্রবণের POH হবে-

(a) 11
(b) 5
(c) 3
(d) 7
Answer – (a) 11

Q. 25°C উষ্নতায় Hg₂Cl₂ -এর দ্রাব্যতা গুণফল 3.2×10-¹⁷ হলে দ্রাব্যতা হবে-

(a) 1.2×10-¹²
(b) 3×10-⁶
(c) 2×10-⁶
(d) 1.2×10-⁶
Answer – (c) 2×10-⁶

Q. নীচের কোন্ টি সমআয়ন প্রভাব নয়?

(a) NaCl + AgCl
(b) H₂S + HCl
(c) CH3COOH + NaOH
(d) NH4OH + NH4CI
Answer – (c) CH3COOH + NaOH

Q. 25°C উষ্নতায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন। ধ্রুবকের মান 1.77×10-⁵ হলে অ্যামোনিয়াম ক্লোরাইডের আর্দ্রবিশ্লেষণ ধ্রুবকের মান হবে-

(a) 5.65×10-¹⁰
(b) 6.5×10-¹²
(c) 5.65×10-¹³
(d) 5.65×10-¹²
Answer – (a) 5.65×10-¹⁰

Q. 50ml 0.3(M) HCI ও 100 ml 0.10(M) NaOH -এর মিশ্র দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে কি বর্ণ প্রদর্শন করে।

(a) লাল
(b) হলুদ
(c) নীল
(d) উপযুক্ত নির্দেশক নয়
Answer – (a) লাল

Q. নীচের কোন্ টি কেবলমাত্র ব্রনস্টেড অ্যাসিড?

(a) H2s
(b) H₂O
(c) HCO3-
(d) NH3
Answer – (a) H2s

Suggestion Question Answer in Bengali

Q. 1 লিটার একটি আম্লিক বাফারে 2 মোল HCI যোগ করলে pH -এর পরিবর্তন 3.4 থেকে 2.9 হয়; দ্রবণটির বাফার ক্ষমতা-

(a) 2
(b) 0
(c) 4
(d) 8
Answer – (c) 4

Q. KOH-কে অক্সালিক অ্যাসিড দ্বারা টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক-

(a) লিটমাস
(b) মিথাইল অরেঞ্জ
(c) মিথাইল রেড
(d) ফেলপথ্যালিন
Answer – (d) ফেলপথ্যালিন

Q. 25°C উষ্নতায় কোনো দ্রবণের pH=2 থেকে দ্বিগুন করলে [H+] গাঢ়ত্ব-

(a) দ্বিগুন হবে
(b) অর্ধেক হবে
(c) 100 গুন বৃদ্ধি পাবে
(d) 100 গুন হ্রাস পাবে
Answer – (d) 100 গুন হ্রাস পাবে

Q. 0.1(M) NH4OH -এর (Kb =1×10-⁵) pH হবে-

(a) 10
(b) 6
(c) 11
(d) 12
Answer – (d) 12

Q. কত গ্রাম NaOH কোনো দ্রবণে দ্রবীভূত করলে দ্রবণের pH = 12 হবে?

(a) 0.2 gm/L
(b) 0.4gm/L
(c) 0.10 gm/L
(d) 1.2 gm/L
Answer – (b) 0.4gm/L

Q. 10-¹⁰ (M) NaOH দ্রবণের pH আনুমানিক-

(a) 7 -এর কাছাকাছি
(b) 10-এর কাছাকাছি
(c) 6-এর কাছাকাছি
(d) 4 -এর কাছাকাছি
Answer – a) 7 -এর কাছাকাছি

Scroll to Top