Q. নীচের কোন্ যৌগটির সব H পরমাণুগুলি সমতুল্য নয়?
(a) প্রোপিন
(b) সাইক্লোবিউটাডাইইন
(c) 2, 3 ডাইমিথাইল-2-বিউটিন
(d) নিওপেন্টেন
Answer – (a) প্রোপিন
Q. একটি সমগোনীর শ্রেণির পাশাপাশি দু’টি সদস্যের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য-
(a) 20
(b) 14
(c) 13
(d) 15
Answer – (b) 14
Q. CH3CH2CH(CH₃)₂ যৌগটি থেকে উৎপন্ন সমবায়বী মনোক্লোরো-জাতকের সংখ্যা-
(a) 1
(b) 3
(c) 5
(d) 4
Answer – (d) 4
Q. নীচের কোন্ টি মেটামারিজম দেখাবে?
(a) CH3-O-C₂H5
(b) C₂H5-S-C2H5
(c) CH3COC₂H5
(d) CH₃-O-CH3
Answer – (b) C₂H5-S-C2H5
Q. নীচের কোন্ টি কাইরাল নয়?
(a) 3-ব্রোমোপেন্টেন
(b) 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড
(c) 2-বিউটানল
(d) 2, 3-ডাইব্রোমোপেন্টেন
Answer – (a) 3-ব্রোমোপেন্টেন
Q. গুণগত বিশ্লেষণে ল্যাসাইনের পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়-
(a) ক্লোরিন
(b) নাইট্রোজেন
(c) সালফার
(d) সবকটি
Answer – (d) সবকটি
Preparation for JENPAS-UG
Q. MeCH2CH=CH2 অপেক্ষা Me₂C=CH2 সুস্থিত কারণ-
(a) Me-মূলকের ইনডাকটিভ এফেক্ট
(b) Me-মূলকের রেজোনেন্স এফেক্ট
(c) Me-মূলকের হাইপারকনজুগেশন ক্রিয়া
(d) Me-মূলকের ইনডাকটিভ এবং রেজোনেন্স এফেক্ট
Answer – (c) Me-মূলকের হাইপারকনজুগেশন ক্রিয়া
Q. একটি দ্বি-আম্লিক ক্ষারক B-এর ক্লোরোপ্ল্যাটিনেট-লবণের সংকেত হবে-
(a) B2H2PtCI6
(b) B2HPtCI6
(c) BH2PtCI6
(d) BH3PtCI6
Answer – (c) BH2PtCI6
Q. নীচের কোন্ অম্লটি সর্বাধিক শক্তিশালী?
(a) NCCH2COOH
(b) F3CCOOH
(c) CI3CCOOH
(d) O2NCH2COOH
Answer – (b) F3CCOOH
Q. 0.75g কোনো নাইট্রোজেনঘটিত মাটির একটি নমুনাকে জেলডাল পদ্ধতির সাহায্যে বিশ্লেষণ করা হল। যৌগ থেকে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাকে 10mL 1(M) H2SO4 দ্রবণ দ্বারা প্রশমিত করা হল। নমুনাটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল-
(a) 35.33
(b) 37.33
(c) 43.33
(d) 45.33
Answer – (b) 37.33
Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ টি আলোকীয় সমাবয়বতা দেখায় না?
(a) ল্যাকটিক অ্যাসিড
(b) ম্যালেইক অ্যাসিড
(c) ∞-অ্যামিনো অ্যাসিডসমূহ
(d) টারটারিক অ্যাসিড
Answer – (b) ম্যালেইক অ্যাসিড
Q. বেঞ্ঝোয়িক অ্যাসিড (X), পারক্সিবেঞ্জোয়িক অ্যাসিড (Y) এবং প্যারানাইট্রোবেঞ্ঝোয়িক অ্যাসিড (Z)-এর অম্লমাত্রার সঠিক ক্রম-
(a) Z>X>Y
(b) Z>Y>X
(c) Y>X>Z
(d) Y>Z> X
Answer – (a) Z>X>Y
Mock Test for JENPAS-UG
Q. ইথেনের উচ্চতর চতুর্থ সমগন হল-
(a) বিউটেন
(b) পেন্টেন
(c) হেক্সেন
(d) হেপ্টেন
Answer – (c) হেক্সেন
Q. জেলডাল পদ্ধতিতে CuSO4 ব্যবহৃত হয়-
(a) অনুঘটক হিসাবে
(b) জারক হিসাবে
(c) বিজারক হিসাবে
(d) কোনোটিই নয়
Answer – (a) অনুঘটক হিসাবে
Q. CH3-CH=CH-CH=CH-C₂H5 যৌগটির জ্যামিতিক সমাবয়বতার সংখ্যা-
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
Answer – (c) 4
Q. CH3CH(OH)CH(Br)CH(OH)CH3 যৌগটির আলোক সক্রিয় সমাবয়বী ও মেসোযৌগের সংখ্যা যথাক্রমে-
(a) 2,2
(b) 2,4
(c) 4,2
(d) 4,4
Answer – (a) 2,2
Q. 2-মিথাইলবিউটেন-এর মনোক্লোরিনেশনে উৎপন্ন কাইরাল যৌগ সংখ্যা-
(a) 2
(b) 4
(c) 6
(d) 8
Answer – (b) 4
Q. নীচের কোন্ টি ইলেকট্রোফিলিক নাইট্রেশন সর্বাধিক?
(a) টলুইন
(b) বেঞ্জিন
(c) নাইট্রোবেঞ্জিন
(d) বেঞ্চোয়িক অ্যাসিড
Answer – (a) টলুইন
Entrance Exam Preparation for JENPAS-UG
Q. কার্বোক্যাটায়নগুলির স্থায়িত্বের ক্রমটি হল-
(a) 3°>2°>1°
(b) 1°>3°>2°
(c) 1°>2°>3°
(d) 3°>1°>2°
Answer – (a) 3°>2°>1°
Q. 2, 3-ডাইমিথাইল বিউটেনের মনোক্লোরিনেশনের ফলে প্রাপ্ত এনানসিওমার জোড়ের সংখ্যা-
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Answer – (b) 2
Q. সুষম চতুস্তলীয় যৌগটি হল-
(a) CH3Br
(b) CH2BrI
(c) CH2I
(d) CH4
Answer – (d) CH4
Q. গ্যাসীয় এবং জলীয় মাধ্যমে নীচের কোন্ টির ক্ষারকীয়তা সবচেয়ে বেশি?
(a) NH3
(b) CH3NH2
(c) (CH3)2NH
(d) (CH3)3N
Answer – (c) (CH3)2NH
Q. CCI4 ও CCl₂=C=C=CCI2 -এর সঠিক আকৃতি হল যথাক্রমে-
(a) চতুস্তলকীয় এবং সমতলীয়
(b) চতুস্তলকীয় এবং সরলরৈখিক
(c) সরলরৈখিক এবং চতুস্তলকীয়
(d) সমতলীয় এবং পিরামিডীয়
Answer – (a) চতুস্তলকীয় এবং সমতলীয়
Q. জৈবযৌগে ল্যাসাইনের পরীক্ষায় CI-এর শনাক্তকরণে যে অধঃক্ষেপ পড়ে তার বর্ণ-
(a) সাদা
(b) বাদামি
(c) কালো
(d) হলুদ
Answer – (a) সাদা
MCQ Question Answer in Bengali for JENPAS-UG
Q. ল্যাসাইনের পরীক্ষায় নাইট্রোজেনের শনাক্তকরণের সময় সোডিয়াম নির্যাসে FeSO4 দ্রবণ যোগ করলে কালো অধঃক্ষেপ পড়লে বুঝতে হবে-
(a) দ্রবণে CI– উপস্থিত আছে
(b) দ্রবণে N3– উপস্থিত আছে
(c) দ্রবণে S²– উপস্থিত আছে
(d) দ্রবণে PO³4– উপস্থিত আছে
Answer – (c) দ্রবণে S²– উপস্থিত আছে
Q. রসায়নগারে নীচের কোন্ পদ্ধতির সাহায্যে নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করা হয়?
(a) জেলডাল পদ্ধতি
(b) ল্যামাইন পরীক্ষায়
(c) লিবিগ পদ্ধতি
(d) কেরিয়াস পদ্ধতি
Answer – (a) জেলডাল পদ্ধতি
Q. জেলডাল পদ্ধতিতে CuSO4 ব্যবহৃত হয়-
(a) অনুঘটক হিসেবে
(b) জারক হিসেবে
(c) বিজারক হিসেবে
(d) কোনোটিই নয়
Answer – (a) অনুঘটক হিসেবে
Q. গুণগত বিশ্লেষণে ল্যাসাইনের পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়-
(a) ক্লোরিন
(b) নাইট্রোজেন
(c) সালফার
(d) সবকটি
Answer – (c) সালফার
Q. ল্যাসাইনের পরীক্ষায় ব্যবহৃত ধাতু হল-
(a) সোডিয়াম
(b) লিথিয়াম
(c) পটাশিয়াম
(d) ক্যালশিয়াম
Answer – (a) সোডিয়াম
Qএকটি আণবিক সংকেত কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী সম্পন্ন যৌগকে বলে-
(a) আইসোটোপ
(b) আইসোমার
(c) আইসোবার
(d) অ্যালোট্রিল
Answer – (c) আইসোবার