JENPAS-UG Chemistry Question Answer in Bengali

Q. মেন্ডেলিফের সারণির অসম্পূর্ণ পর্যায়টি হল-

(a) 4
(b) 5
(c) 6
(d) 7
Answer – (d) 7

Q. কোন্ আয়নটি সর্বাপেক্ষা কম সুস্থিত?

(a) B-
(b) Be-
(c) C-
(d) Li-
Answer – (b) Be-

Q. কোন্ টি আকারে ক্ষুদ্রতম?

(a) Rb+ (aq)
(b) Na+ (aq)
(c) Li+ (aq)
(d) K+(aq)
Answer – (a) Rb+ (aq)

Q. নিম্নলিখিত কোন্ পরিবর্তনটি সর্বাধিক শক্তিকে চিহ্নিত করে?

(a) M²(g) → M²(g)
(b) M(g) → M-(g)
(c) M²(g) → M³+(g)
(d) M²(g) →M(g)
Answer – (c) M²(g) → M³+(g)

Q. প্রতিটি কক্ষকে উপস্থিত সর্বাধিক ইলেক্ট্রন সংখ্যা চার হলে, পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে উপস্থিত মৌলের সংখ্যা হবে-

(a) 14
(b) 16
(c) 12
(d) 18
Answer – (b) 16

Q. বাষ্পীয় অবস্থায় 10⁶ সংখ্যক আয়োডিন পরমাণু I– আয়নে রূপান্তরিত হলে 4.8×10-¹³J শক্তি নির্গত হয়। আয়োডিনের ইলেকট্রন আসক্তির মান (KJ mol–¹) এককে-

(a) 189
(b) 289
(c) 389
(d) 299
Answer – (b) 289

Preparation for JENPAS-UG

Q. অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় পর্যায় সারণির যে মৌলগুলি-

(a) s ব্লক
(b) p ব্লক
(c) d ব্লক
(d) f ব্লক
Answer – (c) d ব্লক

Q. শক্তির শোষণ ঘটে যে প্রক্রিয়ায় –

(a) O–→O²–
(b) H→H–
(c) CI→ CI–
(d) F→F–
Answer – (a) O–→O²–

Q. ক্রোমিয়ামের কোন্ অক্সাইডটি উভধর্মী?

(a) CrO
(b) CrO₃
(c) Cr₂O₃
(d) সবকটি
Answer – (c) Cr₂O₃

Q. [Ne] 3S¹ ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের অক্সাইডের প্রকৃতি হল-

(a) আম্লিক
(b) ক্ষারীয়
(c) উভধর্মী
(d) প্রশম
Answer – (b) ক্ষারীয়

Q. আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম-

(a) K+ > CI–
(b) Ti⁴+ < Mn⁷+ (c) ³⁵CI < ³⁷CI– (d) p³+ > p⁵+
Answer – (d) p³+ > p⁵+

Q. প্রকৃতিতে সক্রিয়তম মৌলটি হল-

(a) Hg
(b) Au
(c) Cs
(d) Fe
Answer – (c) Cs

Mock Test for JENPAS-UG

Q. জালক শক্তির মান সর্বাধিক-

(a) KF
(b) CsF
(c) RbF
(d) NaF
Answer – (d) NaF

Q. ব্যাসার্ধের সঠিক ক্রম হল-

(a) F <O² <N³–
(b) Fe³+ < Fe²+ < Fe⁴+
(c) N < Be <B
(d) Na < Li < K
Answer – (a) F <O² <N³–

Q. A এবং B মৌল দুটির যোজ্যতা-কক্ষের ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 3 এবং 6 হলে A এবং B দ্বারা গঠিত সম্ভাব্যতম যৌগটি হল-

(a) A2B3
(b) AB2
(c) A3B2
(d) AB
Answer – (a) A2B3

Q. Li-এর আয়নন বিভবের মান 520 KJ mol–¹। গ্যাসীয় অবস্থায় 210mg Li পরমাণুকে Li+ আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি-

(a) -15.60kJ
(b) 15.60kJ
(c) -173.3 kJ
(d) 2.47kJ
Answer – (b) 15.60kJ

Q. x মৌলটি পর্যায় সারণির চতুর্থ পর্যায় ও পঞ্চদশতম শ্রেণীতে অবস্থিত, সঠিক তথ্যটি হল-

(a) এর s এবং d অর্বিট্যাল দুটি পূর্ণ এবং P অবিট্যাল অর্ধপূর্ণ
(b) এর s এবং p অর্বিট্যাল দুটি পূর্ণ এবং d অবিট্যাল অর্ধপূর্ণ
(c) এর s এবং P অর্বিট্যাল দুটি পূর্ণ এবং এ d অবিট্যাল আংশিকপূর্ণ
(d) এর s অর্বিট্যাল পূর্ণ এবং d অবিট্যাল আংশিক পূর্ণ
Answer – (a) এর s এবং d অর্বিট্যাল দুটি পূর্ণ এবং P অবিট্যাল অর্ধপূর্ণ

Q. নীচের কোন্ টিতে Cr-এর আয়নীয় ব্যাসার্ধ সর্বনিম্ন?

(a) CrF3
(b) CrCl3
(c) CrO2
(d) K2CrO4
Answer – (d) K2CrO4

Important Question Answer for JENPAS-UG

Q. নতুন আবিষ্কৃত কোনো ক্ষার ধাতুর পারমাণবিক সংখ্যা হবে-

(a) 119
(b) 118
(c) 117
(d) 120
Answer – (a) 119

Q. কোন্ প্রক্রিয়ার ক্ষেত্রে আয়নীভবন শক্তির মান সর্বাধিক?

(a) Ba → Ba+
(b) Be → Be+
(c) Li→ Li⁺¹
(d) Cs → Cs+
Answer – (b) Be → Be+

Q. নীচের কোন্ জোড়টিতে ধাতুগুলির ধাতব ব্যাসার্ধের মান প্রায় সমান?

(a) Cu, Zn
(b) Cu, Ag
(c) Ag, Au
(d) Zn, Hg
Answer – (c) Ag, Au

Q. যে নিষ্ক্রিয় গ্যাসটির d কক্ষকের ইলেকট্রনের সংখ্যা সংশ্লিষ্ট গ্যাসটির p এবং s কক্ষকের ইলেকট্রন সংখ্যার পার্থক্যের সমান, তার পারমাণবিক সংখ্যা হল-

(a) 18
(b) 34
(c) 36
(d) 54
Answer – (c) 36

Q. আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রমটি হল-

(a) Na+>O– >N³– >F–
(b) N³– >O² >F– >Na+
(c) Na+>N³>O2–>F–
(d) O²>F >Na+ >N³-
Answer – (c) Na+>N³>O2–>F–

Q. কোনো মৌলের পরপর পাঁচটি আয়নীভবন এনথ্যালপি মান যথাক্রমে 800, 2427, 3628, 25024 এবং 32824 kJmol–¹ মৌলটিতে উপস্থিত যোজ্যতা ইলেকট্রন সংখ্যা-

(a) 5
(b) 4
(c) 3
(d) 2
Answer – (c) 3

Preparation for West Bengal B.Sc Nursing Entrance Examination

Q. দ্বিতীয় আয়নন বিভবের সঠিক ক্রমটি হল-

(a) O>N>F>C
(b) F>O>N>C
(c) C>N>O> F
(d) O>F>N>C
Answer – (b) F>O>N>C

Q. Na-এর IE₁ = 5.1 eV হলে Na+ -এর ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান হবে-

(a) +5.IeV
(b) -10.2 eV
(c) -5.1 eV
(d) +10.2 eV
Answer – (c) -5.1 eV

Q. নিম্নলিখিত কোন্ ক্ষেত্রে নির্দেশিত ধর্মের ক্রমটি সঠিক নয়?

(a) B<C<N<O (ক্রমবর্ধমান প্রথম আয়নন বিভব)
(b) Li < Na < K < Rb (ক্রমবর্ধমান ধাতব ব্যাসার্ধ)
(c) I<Br<CI<F (ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা)
(d) Al³+ < Mg2+ <Na’ < F (ক্রমবর্ধমান আয়নের আকার)
Answer – (a) B<C<N<O (ক্রমবর্ধমান প্রথম আয়নন বিভব)

Q. ক্ষারীয় চরিত্রের সঠিক ক্রমটি হল-

(a) K₂O > CaO > BaO > Mg
(b) K₂O > BaO > CaO > MgO
(c) MgO > CaO > BaO > K₂O
(d) MgO > BaO > CaO > K₂O
Answer – (b) K₂O > BaO > CaO > MgO

Q. 15-17 শ্রেণিগুলির প্রথম মৌলের হাইড্রাইড যথাক্রমে NH3, H₂O, HF, যাদের গলণাঙ্ক ও স্ফুটনাঙ্ক অস্বাভাবিক বেশি, কারণ-

(a) N, O ও F-এর আকার ছোট
(b) যৌগগুলির আন্তরাণবিক H-বন্ধন
(c) যৌগগুলির অন্তরাণবিক H-বন্ধন
(d) কার্যকরী ভ্যানডার ওয়ালস আন্তঃক্রিয়া
Answer – (b) যৌগগুলির আন্তরাণবিক H-বন্ধন

Q. প্রথম আয়নন বিভব সর্বোচ্চ যে মৌলটির-

(a) Cs
(b) Rb
(c) K
(d) Sc
Answer – (d) Sc

Scroll to Top