JENPAS-UG Entrance Practice Set in Bengali

Q. নীচের কোন্ টি মুক্ত সিস্টেমের উদাহরণ?

(a) খোলা বিকারে রাখা কিছু পরিমাণ জল
(b) সম্পূর্ণ বন্ধ ও অন্তরিত ফ্লাক্সে রাখা গরম চা
(c) অপ্রবেশ পিস্টনযুক্ত ধাতব সিলিন্ডারে রাখা জল
(d) ধাতুর তৈরি বন্ধপাত্রে রাখা ফুটন্ত জল
Answer – (a) খোলা বিকারে রাখা কিছু পরিমাণ জল

Q. নিঃসঙ্ক সিস্টেমের বৈশিষ্ট্য হল-

(a) পরিবেশ ও সিস্টেমের মধ্যে জড় -এর আদান প্রদান হবে না
(b) পরিবেশ ও সিস্টেমের মধ্যে শক্তির আদান প্রদান হবে না
(c) A ও B উভয়
(d) কোনোটাই নয়
Answer – (c) A ও B উভয়

Q. Extensive property -এর উদাহরণ হল-

(a) প্রতিসরাঙ্ক
(b) এনট্রপি
(c) মোলার এনট্রপি
(d) ঘনত্ব
Answer – (b) এনট্রপি

Q. Heterogeneous system -এর উদাহরণ-

(a) দু’টি গ্যাসের মিশ্রণ
(b) জল ও অ্যালকোহলের মিশ্রণ
(c) চিনির জলীয় দ্রবণ
(d) AgCl -এর দ্রবণ
Answer – (d) AgCl -এর দ্রবণ

Q. পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

(a) ধীর প্রক্রিয়া
(b) সাম্য রক্ষা হয় না
(c) চালক বলের মান বিরুদ্ধ বলের মান অপেক্ষা অনেক বেশি
(d) B ও C উভয়
Answer – (d) B ও C উভয়

Q. 2 বায়ুমন্ডলীয় স্থির চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন। 10L থেকে 20L-এ প্রসারিত করা হল। এক্ষেত্রে গ্যাস দ্বারা | কী পরিমাণ কার্য সম্পন্ন হল? (1L-atm-101.3 J)

(a) 2026 J
(b) 3033 J
(c) 1026 J
(d) 4056 J
Answer – (a) 2026 J

Important Chemistry Question Answer in Bengali

Q. যদি A→B→C প্রক্রিয়ার A→B এবং B C ধাপে আন্তরশক্তির পরিবর্তন যথাক্রমে -x KJ mol-¹ ও y KJ mol-¹ হয়, তবে C→A পরিবর্তনে আন্তরশক্তির পরিবর্তন কত হবে ?

(a) (x-y)KJ mol-¹
(b) (-x-y)KJ mol-¹
(c) (x+y)KJ mol-¹
(d) (-x+y)KJ mol-¹
Answer – (a) (x-y)KJ mol-¹

Q. 25°C উন্নতায় কোনো সিস্টেমের আন্তরশক্তির মান 50°C উদ্বুতায় সিস্টেমটির আন্তরশক্তির মান অপেক্ষা-

(a) বেশি
(b) কম
(c) অপরিবর্তিত
(d) কোনোটাই নয়
Answer – (b) কম

Q. 0K উষ্নতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসাকার পদার্থের এনট্রপির মান হয়-

(a) শূন্য
(b) অপরিবর্তিত
(c) অসীম
(d) কোনোটাই নয়
Answer – (a) শূন্য

Q. পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতার একক হল-

(a) Cal °C-¹
(b) Cal g-¹ K-¹
(c) Cal K-¹
(d) Cal mol-¹° C-¹
Answer – (b) Cal g-¹ K-¹

Q. নীচের কোন্ টি মোলার তাপগ্রাহিতার একক নয়?

(a) cal mol-¹° C-¹
(b) cal mol-¹° K-¹
(c) cal g-¹° K-¹
(d) g-mol-¹° C-¹
Answer – (c) cal g-¹° K-¹

Q. 1 mol জলের উদ্বুতা 90°C থেকে 80°C করলে কত পরিমাণ তাপ বর্জিত হবে? দেওয়া আছে জলের তাপগ্রাহিতা 4.18g

(a) 635.2 J
(b) 634.6 J
(c) 897.4 J
(d) 755.4 J
Answer – (d) 755.4 J

Mock Test For JENPAS-UG

Q. এনট্রপির সঠিক এককটি চিহ্নিত করো-

(a) K-¹mol-¹
(b) JK-¹ mol-¹
(c) J mol-¹
(d) J-¹ K-¹ mol-¹
Answer – (b) JK-¹ mol-¹

Q. নীচের কোন্ টি অবস্থাগত ধর্ম?

(a) আন্তর শক্তি
(b) এন্টপি
(c) ভর
(d) ঘনত্ব
Answer – (d) ঘনত্ব

Q. আদর্শ গ্যাসের সমোয় প্রক্রিয়ায় W = – q সমীকরণটি পাওয়া যায় যে সূত্র থেকে সেটি হল-

(a) দ্বিতীয় সূত্র
(b) প্রথম সূত্র
(c) প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র উভয়
(d) এদের কোনটিই নয়
Answer – (b) প্রথম সূত্র

Q. 25°C উষ্নতায় CH3 COCH3(1) -এর সঠিক প্রমাণ দহন এনথ্যালেপির মান হল-

(a) 3268 KJ mol-¹
(b) -1790 KJ mol-¹
(c) -1560 KJ mol-¹
(d) -2220 KJ mol-¹
Answer – (b) -1790 KJ mol-¹

Q. যে কোনো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান-

(a) -473KJ
(b) 98.4 KJ
(c) -65.9 KJ
(d) -57.3 KJ
Answer – (d) -57.3 KJ

Q. প্রমাণ অবস্থায় কঠিন NaCI-এর ল্যাটিস এনথ্যালেপি-

(a) 1788 KJ mol-¹
(b) 788 KJ mol-¹
(c) 544 KJ mol-¹
(d) 653 KJ mol-¹
Answer – (b) 788 KJ mol-¹

MCQ Question in Bengali JANPAS-UG

Q. সিস্টেমের আন্তরশক্তি হ্রাস 100 জুল এবং সিস্টেম কর্তৃক বর্জিত তাপ 0.80 জুল সিস্টেম দ্বারা কৃতকার্য হবে-

(a) 120 জুল
(b) 70 জুল
(c) 20 জুল
(d) 50 জুল
Answer – (c) 20 জুল

Q. তাপশোষী বিক্রিয়ার ক্ষেত্রে ∆H সর্বদা-

(a) শূন্য
(b) >0
(c) <0 (d) ধ্রুবক Answer – (b) >0

Q. খাদ্য ও জ্বালানির ক্যালোরি মান জানা যায়-

(a) বুনসেন ক্যালোরিমিটার দ্বারা
(b) বম্ব ক্যালোরিমিটার দ্বারা
(c) বেকম্যান থার্মোমিটার দ্বারা
(d) এদের সব কটি
Answer – (b) বম্ব ক্যালোরিমিটার দ্বারা

Q. যে তাপজাতীয় অপেক্ষক দ্বারা সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ করা হয় সেটি হল-

(a) মুক্ত শক্তি
(b) আন্তরশক্তি
(c) এনথ্যালেপি
(d) এনট্রপি
Answer – (d) এনট্রপি

Q. একটি তরল কঠিনে পরিণত হলে এনট্রপি-

(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) একই থাকে
(d) কোনোটিই নয়
Answer – (b) হ্রাস পায়

Q. বরফের গলনাঙ্কে ∆G -এর মান হল-

(a) -ve
(b) +ve
(c) 0
(d) কোনটিই নয়
Answer – (c) 0

Preparation for JENPAS-UG

Q. যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার আন্তরশক্তির পরিবর্তন নির্ণয় করা হয় তা হল-

(a) বন্ধ-ক্যালোরিমিটার
(b) বোকম্যান থার্মোমিটার
(c) বুনসেন ক্যালোরিমিটার
(d) কোনোটিই নয়
Answer – (a) বন্ধ-ক্যালোরিমিটার

Q. ঘনীভবনের বিপরীত প্রক্রিয়া হল-

(a) গলন
(b) বাষ্পায়ন
(c) কঠিনীভবন
(d) ঊর্ধ্বপাতন
Answer – (b) বাষ্পায়ন

Q. সমোষ্ন প্রক্রিয়ায় কোনো গ্যাসের আপেক্ষিক তাপ হল-

(a) অসীম
(b) শূন্য
(c) ঋণাত্মক
(d) স্থির
Answer – (a) অসীম

Q. কোন গ্যাসটির তাপগ্রাহিতার মান উন্নতার ওপর নির্ভরশীল নয়?

(a) আর্গন
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
(d) কার্বন ডাই অক্সাইড
Answer – (a) আর্গন

Q. যদি একটি আদর্শ গ্যাসের আন্তরশক্তি সিস্টেম দ্বারা কৃতকার্যের সমপরিমাণে হ্রাস পায়, তা হলে প্রক্রিয়াটি-

(a) চক্রিয়
(b) সমতাপীয়
(c) রুদ্ধতাপীয়
(d) বিচ্ছিন্ন
Answer – (c) রুদ্ধতাপীয়

Q. নিঃসঙ্গ সিস্টেমে সংঘটিত যে কোনো প্রক্রিয়ায় সিস্টেমের আন্তরশক্তি-

(a) বৃদ্ধি পায়
(b) অপরিবর্তিত থাকে
(c) হ্রাস পায়
(d) কোনোটাই নয়
Answer – (b) অপরিবর্তিত থাকে

Scroll to Top