JENPAS-UG Preparation

Q. তড়িৎযোজী বন্ধনে যে আকর্ষণ বল ক্রিয়া করে-

(a) ডাইপোল-ডাইপোল
(b) ভ্যানডার ওয়ালস্
(c) স্থির তড়িৎ-আকর্ষণ বল
(d) সমযোজী বন্ধন
Answer – (c) স্থির তড়িৎ-আকর্ষণ বল

Q. তড়িৎযোজী বন্ধনে ক্যাটায়ন গঠনকারী মৌলগুলির আয়নন বিভব সাধারণত-

(a) বেশী হয়
(b) শূন্য
(c) কম হয়
(d) সবগুলি
Answer- (c) কম হয়

Q. লিথিয়াম ক্লোরাইড (LiCI) যে প্রকৃতির যৌগ-

(a) আয়নীয়
(b) অসমযোজী
(c) সমযোজী
(d) কোনোটাই নয়
Answer- (c) সমযোজী

Q. কোনো কেলাসের ল্যাটিস শক্তি, কেলাস গঠনকারী ক্যাটায়ন ও অ্যানায়নের যে অবস্থা নির্দেশ করে-

(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) কোলয়েড
Answer- (c) গ্যাসীয়

Q. কেলাস গঠনকালে জালক শক্তি বেশী হলে আয়নীয় যৌগ গঠন প্রক্রিয়া-

(a) অনুকূল হয়
(b) প্রথমে অনুকূল, পরে প্রতিকূল হয়
(c) স্থির থাকে
(d) প্রতিকূল হয়
Answer- (a) অনুকূল হয়

Q. ল্যাটিস শক্তি ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যেকার দূরত্বের সাথে-

(a) সমানুপাতিক
(b) ব্যাস্তানুপাতিক
(c) কোনো সম্পর্ক নেই
(d) সবগুলি
Answer – (b) ব্যাস্তানুপাতিক

Important Question Answer for JENPAS-UG

Q. LiF, NaF, KF, RbF-কে ল্যাটিস শক্তির নিম্নক্রমে সাজালে হবে-

(a) NaF>KF>RbF>LiF
(b) LiF>RbF>KF>NaF
(c) KF>LiF>NaF RbF
(d) LiF>NaF>KF>RbF
Answer – (d) LiF>NaF>KF>RbF

Q. ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত 0.225-0.414 হলে যৌগটির গঠনাকৃতি হয়-

(a) রৈখিক
(b) চতুস্তলকীয়
(c) ঘনকাকার
(d) ত্রিভুজাকার
Answer- (b) চতুস্তলকীয়

Q. কোন আয়নীয় যৌগকে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত করা হল- যৌগটির ল্যাটিস শক্তি ও দ্রাবকায়ন শক্তির মধ্যে সম্পর্ক-

(a) দ্রাবকায়ন শক্তি = ল্যাটিস শক্তি
(b) দ্রাবকায়ন শক্তি < ল্যাটিস শক্তি (c) দ্রাবকায়ন শক্তি > ল্যাটিস শক্তি
(d) কোনো সম্পর্ক নেই
Answer- (c) দ্রাবকায়ন শক্তি > ল্যাটিস শক্তি

Q. সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু দুটির ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য-

(a) খুব বেশী
(b) প্রায় সমান
(c) খুব কম
(d) কোনোটিই নয়
Answer – (b) প্রায় সমান

Q. সমযোজী হাইড্রোজেন ক্লোরাইড (HCI) জলে দ্রবীভূত অবস্থায় যে দু’টি আয়ন তৈরী করে, যারা তড়িৎ পরিবহন করে, সেগুলি হল-

(a) H+ + CI-
(b) H3O+ + Cl-
(c) H3O+ + OH-
(d) সবগুলি
Answer – (b) H3O+ + Cl-

Q. সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও গ্লুকোজ (C6H12O6) জলে দ্রাব্য। কারণ-

(a) সমযোজী বন্ধন গঠন
(b) জলের অণুর সাথে H বন্ধন গঠন
(c) তড়িৎযোজী বন্ধন গঠন
(d) অসমযোজী বন্ধন গঠন
Answer – (b) জলের অণুর সাথে H বন্ধন গঠন

Mock Test for JENPAS- UG

Q. P, S, I পরমাণুর পরিবর্তনশীল সমযোজ্যতার সংখ্যা হল যথাক্রমে-

(a) 2,4,4
(b) 4,1,2
(c) 3,4,4
(d) 2,3,4
Answer – (d) 2,3,4

Q. অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায়-

(a) HCI
(b) BF3
(c) H2O
(d) NH3
Answer – (b) BF3

Q. NHCI যৌগে যে কখন দেখা যায়-

(a) তড়িৎযোজী
(b) অসমযোজী
(c) সমযোজী
(d) সবগুলি
Answer – (d) সবগুলি

Q. বিকর্ষণ বলের ক্রম অনুসারে সাজাও-

(a) lp-lp>bp-bp> lp-bp
(b) lp-lp>Ip-bp>bp-bp
(c) bp-bp>lp-Ip> lp-bp
(d) lp-bp>bp-bp> lp-lp
Answer – (b) lp-lp>Ip-bp>bp-bp

Q. PH3 ও PF3 -এর কন্ধন কোণের সঠিক ক্রম-

(a) PH3 > PF,
(b) PH3 =PF3
(c) PH3 <PF3
(d) সবগুলি
Answer – (c) PH3 <PF3

Q. জলের অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা-

(a) 1
(b) 3
(c) 2
(d) 4
Answer – (c) 2

MCQ Question in Bengali for JENPAS-UG

Q. CIF3 অণুর গঠনাকৃতি-

(a) সরলরৈখিক
(b) ‘T’ আকৃতির
(c) চতুস্তলকীয়
(d) ত্রিকোণীয় সমতলীয়
Answer – (b) ‘T’ আকৃতির

Q. AB2L2 অণুর আকৃতি-

(a) X আকৃতির
(b) V আকৃতির
(c) Y আকৃতির
(d) T আকৃতির
Answer – (b) V আকৃতির

Q. কোন্ টি সবচেয়ে সহজে ধ্রুবায়িত হয়?

(a) Cr
(b) S²–
(c) Be–
(d) C–
Answer – (b) S²–

Q. কোন্ টির বন্ধন-শক্তির মান সর্বোচ্চ?

(a) C-C
(b) 0-0
(c) N-N
(d) F-F
Answer – (a) C-C

Q. কোন্ টি পরাচুম্বকীয় নয়?

(a) O₂
(b) NO
(c) B₂
(d) CO
Answer – (d) CO

Q. নীচের কোন্ অণুটির ক্ষেত্রে বন্ধন কোন্ সর্বনিম্ন?

(a) AICI3
(b) PCI3
(c) SbCl3
(d) NCI3
Answer – (c) SbCl3

Chemistry Question Answer for JENPAS – UG

Q. রেজোন্যান্স শক্তির একক হল-

(a) Kcal/mol
(b) g/mol
(c) Kg/mol
(d) Mg/mol
Answer – (a) Kcal/mol

Q. কার্বনেট আয়নে সমস্ত C-O বন্ধনের দৈর্ঘ্য-

(a) সমান
(b) অনির্ণেয়
(c) অসমান
(d) কোনটাই নয়
Answer – (a) সমান

Q. দ্বিমেরু ভ্রামকের CGS একক হল-

(a) কুলম্ব
(b) ডিবাই
(c) কুলম্ব মিটার
(d) সবগুলিই ঠিক
Answer – (b) ডিবাই

Q. নীচের কোন্ অণুগুলি অধুবীয়?

(a) CO2,CHCI3
(b) CO2,BeH2
(c) BeH2,N2O
(d) C₂H₂, N₂O
Answer – (b) CO2,BeH2

Q. নীচের কোন্ মৌলটি হাইড্রোজেন কখন গঠন করে?

(a) F
(b) Ar
(c) CI
(d) Br
Answer – (a) F

Q. F ও CI-এর তড়িৎ ঋণাত্বকতার সঠিক ক্রম-

(a) F>CI
(b) F=CI
(c) F>CI (d) সবগুলিই ঠিক Answer – (a) F>CI

Scroll to Top