Q. (a) n বিউটেন (b) 2-মিথাইল বিউটেন (c) n-পেন্টেন (d) 2. 2-ডাই মিথাইল প্রোপেন-হাইড্রোকার্বনগুলির স্ফুটনাঙ্ক হ্রাসের ক্রম-
(a) a>b>c>d
(b) d>c>b>a
(c) b>c>d>a
(d) c>b>d>a
Answer – d) c>b>d>a
Q. কোন প্রতিসম অ্যালকেনটি ভার্জ বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করা যাবে না?
(a) 2, 2, 3, 3 টেট্রামিথাইলবিউটেন
(b) বিউটেন
(c) 2, 3 ডাই মিথাইল বিউটেন
(d) ইথেন
Answer – (a) 2, 2, 3, 3 টেট্রামিথাইলবিউটেন
Q. ইথিলিনের সঙ্গে KI মিশ্রিত Br₂/H₂O যোগ করলে পাওয়া যায় না-
(a) BrCH2CH2Br
(b) BrCH₂CH₂OH
(c) BrCH₂CH₂I
(d) HOCH₂CH₂OH
Answer – (d) HOCH₂CH₂OH
Q. নীচের কোন্ ক্ষেত্রে ভার্জ বিক্রিয়া প্রযোজ্য?
(a) দু’টি অ্যালকিল হ্যালাইড
(b) দু’টি অ্যারাইল হ্যালাইড
(c) অ্যালকিল এবং অ্যারাইল
(d) দু’টি বেঞ্জিন
Answer – (a) দু’টি অ্যালকিল হ্যালাইড
Q. 2-আয়োডোপেন্টেন-এর ডিহাইড্রোহ্যালোজিনেশনে উৎপন্ন মুখ্য যৌগটি (major product) কী?
(a) 2 পেন্টিন
(b) 1 পেন্টিন
(c) বিউটেন
(d) প্রোপেন
Answer – (a) 2 পেন্টিন
Q. নীচের কোন্ টিতে সবচেয়ে বেশি আম্লিক (acidic) হাইড্রোজেন পরমাণু বর্তমান?
(a) ইথেন
(b) ইথিন
(c) অ্যাসিটিলিন
(d) বেঞ্জিন
Answer – (c) অ্যাসিটিলিন
Mock Test for JENPAS-UG
Q. ওয়েস্ট্রন কোন্ টি?
(a) CHCl=CCl2
(b) CI2GH–CHCI2
(c) CI3C–CCI3
(d) Cl2C=CCl2
Answer – (b) CI2GH–CHCI2
Q. অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন প্রস্তুত করতে কত উষ্নতা প্রয়োজন?
(a) 250°C
(b) 1200°C
(c) 600°C
(d) 650°C
Answer – (c) 600°C
Q. নীচের কোন্ টি আর্দ্র বিশ্লেষণের ফলে প্রোপাইন উৎপন্ন হয়?
(a) AL4C3
(b) Mg2C3
(c) B4C
(d) La4C3
Answer – (b) Mg2C3
Q. অ্যালকিনে কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনের সক্রিয়তার সঠিক ক্রমটি হল-
(a) 3°>1°>2°
(b) 2°>1°>3°
(c) 3°>2°>1°
(d) 1°>2°>3°
Answer – (c) 3°>2°>1°
Q. নীচের হাইড্রোকার্বনগুলির মধ্যে যেটি সাধারণ উষ্নতায় তরল-
(a) পেন্টেন
(b) বিউটেন
(c) প্রোপেন
(d) ইথেন
Answer – (a) পেন্টেন
Q. ডিহাইড্রো হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্ষেত্রে হ্যালোজেনগুলির সক্রিয়তার ক্রম-
(a) I>Br>Cl
(b) Br>I>CI
(c) CI>Br>I
(d) I>CI > Br
Answer – (a) I>Br>Cl
Important Chemistry Question Answer for JENPAS-UG
Q. 1 পেন্টিন এর সাথে HCI-এর বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়-
(a) 3 ক্লোরোপেন্টেন
(b)1ক্লোরোপেন্টেন
(c) 1, 2 ডাই ক্লোরোপেন্টেন
(d) 2 ক্লোরোপেন্টেন
Answer – (d) 2 ক্লোরোপেন্টেন
Q. A+H₂O → ইথাইন A-কে শনাক্ত করো।
(a) Ca2C
(b) CaC2
(c) SiC2
(d) Si2C
Answer – (b) CaC2
Q. একটি ত্রিবন্ধনযুক্ত C5H8 যৌগে কতরকম গঠন সম্ভব?
(a) 4
(b) 3
(c) 2
(d) 1
Answer – (b) 3
Q. বিউট-1-ইন-এর ওজোনাইডের হাইড্রোলাইসিস করলে পাওয়া যায়-
(a) কেবল ইথিলিন
(b) অ্যাসিট্যালডিহাইড ও ফর্ম্যালডিহাইড
(c) প্রোপিওন্যালডিহাইড ও ফর্ম্যালডিহাইড
(d) কেবল অ্যাসিট্যালডিহাইড
Answer – (c) প্রোপিওন্যালডিহাইড ও ফর্ম্যালডিহাইড
Q. নীচের কোন্ টির দ্বারা জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়?
(a) ফেলিং রিয়েজেন্ট
(b) ফিটিগ-এর বিক্রিয়া
(c) টলিন রিয়েজেন্ট
(d) বায়ারের রিয়েজেন্ট
Answer – (d) বায়ারের রিয়েজেন্ট
Q. বিউটানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ ও সোডালাইম উত্তপ্ত করলে নীচের কোন্ টির উৎপন্ন হয়?
(a) CH3CH3
(b) CH4
(c) CH3CH₂CH₂CH3
(d) CH3CH₂CH3
Answer – (d) CH3CH₂CH3
Entrance Exam Preparation for JENPAS-UG
Q. n হেপ্টেন -এর ওপর দিয়ে (Al₂O₃ + Cr₂O₃) অনুঘটক চালনা করলে (773K) কী উৎপন্ন হবে?
(a) বেঞ্জিন
(b) পলিহেপ্টেন
(c) টলুইন
(d) সাইক্লোহেপ্টেন
Answer – (c) টলুইন
Q. উচ্চ তাপমাত্রায় (450°C) V₂O5 অনুঘটকের উপর দিয়ে বেঞ্জিন বাষ্পচালনা করলে উৎপন্ন হয়-
(a) গ্লাই অক্সাল
(b) ম্যালেইক অ্যানহাইড্রাইড
(c) বাই ফিনাইল
(d) বেঞ্জিন হেক্সাক্লোরাইড
Answer – (b) ম্যালেইক অ্যানহাইড্রাইড
Q. C5H₁₂ -এর কোন্ সমাবয়বটি হ্যালোজেনেশনে কেবলমাত্র একটি মনোহ্যালোজেনেটেড যৌগ উৎপন্ন করে?
(a) n-পেন্টেন
(b) 2-মিথাইল বিউটেন
(c) 2, 2 ডাই মিথাইল প্রোপেন
(d) সাইক্লোপেন্টেন
Answer – (c) 2, 2 ডাই মিথাইল প্রোপেন
Q. বিক্ষিপ্ত সূর্যালোকে অ্যালকেনের হ্যালোজেনেশন হয়-
(a) কার্বোক্যাটায়ন উৎপাদনের মাধ্যমে
(b) কার্বো অ্যানায়ন উৎপাদনের মাধ্যমে
(c) মুক্তমূলক উৎপাদনের মাধ্যমে
(d) কার্বন উৎপাদনের মাধ্যমে
Answer – (c) মুক্তমূলক উৎপাদনের মাধ্যমে
Q. CH=CH+ HOCI→ উৎপন্ন যৌগটি হল-
(a) C2ICHCHO
(b) CICH₂CH₂OH
(c) CH(OH)=CHCI
(d) CH3COCI
Answer – (c) CH(OH)=CHCI
Q. Zn ও লঘু HCI -এর বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইডের অপসারণের সঠিক ক্রমটি হল-
(a) R-CI <R-I <R-Br
(b) R-CI<R-Br<R-I
(c) R-I<R-Br<R-CI
(d) R-Br<R-I<R-Cl
Answer – (b) R-CI<R-Br<R-I
MCQ Question Answer in Bengali
Q. 1, 2 বেঞ্জোপাইরিন হল-
(a) পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন
(b) কারসিনোজেনিক প্রকৃতির
(c) অ্যারোমাটিক হাইড্রোকার্বন
(d) A এবং B উভয়
Answer – (d) A এবং B উভয়
Q. মিথাইল ক্যাটায়নের P অর্বিট্যালে e– সংখ্যা-
(a) 2
(b) 3
(c) 4
(d) কোনোটিই নয়
Answer – (d) কোনোটিই নয়
Q. জলীয় দ্রবণে কোন্ টির ক্ষারকীয়তা বেশী?
(a) NH3
(b) CH3NH2
(c) (CH₃)₂NH
(d) (CH₃)3N
Answer – (c) (CH₃)₂NH
Q. বেঞ্জিনের ওজোনোলিসিসের ফলে উৎপন্ন হয়-
(a) গ্লাইঅক্সাল
(b) মিথান্যাল
(c) ইথান্যাল
(d) হেক্সান্যাল
Answer – (a) গ্লাইঅক্সাল
Q. নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোন্ টি ফ্রিডেল ব্র্যাক্টস বিক্রিয়ায় ব্যবহার করা হয়?
(a) HCIO,
(b) HCI
(c) HNO3
(d) BF3
Answer – (d) BF3
Q. বেঞ্চিনের n-প্রোপাইল ক্লোরাইড এবং AICI3 -এর বিক্রিয়ায় যে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তা হল-
(a) n-প্রোপাইল বেঞ্জিন
(b) ইথাইল বেঞ্জিন
(c) আইসোপ্রোপাইল বেঞ্জিন
(d) টলুইন
Answer – (c) আইসোপ্রোপাইল বেঞ্জিন