Mock Test for Jenpas UG

Q. মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান n=4 হলে, মোট কক্ষকের সংখ্যা-

(a) 15
(b) 16
(c) 30
(d) 12
Answer – (b) 16

Q. I = 3 এবং n = 4 কোয়ান্টাম সংখ্যাবিশিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেক্ট্রন হল-

(a) 10
(b) 12
(c) 14
(d) 16
Answer – (c) 14

Q. উত্তেজিত অবস্থায় H পরমাণুতে সম্ভাব্য শক্তির মান-

(a) -3.4eV
(b) +6.8eV
(c) +13.6eV
(d) -6.8eV
Answer – (a) -3.4eV

Q. n=2 থেকে n=1-তে ইলেকট্রনের সংক্রমনের জন্য সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য নিম্নের কোনটিতে হবে-

(a) Li²+
(b) He+
(c) H
(d) H+
Answer – (a) Li²+

Q. Gd-এর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনবিন্যাস-

(a) 4f⁸5d⁰6s²
(b) 4f⁴5d⁴6s²
(c) 4f⁷5d¹6s²
(d) 4f³5d⁵6s²
Answer – (c) 4f⁷5d¹6s²

Q. পরমাণু চতুর্থ শক্তিস্তরে অবস্থিত মোট অর্বিটালের সংখ্যা হল-

(a) 4
(b) 8
(c) 16
(d) 32
Answer – (c) 16

Jenpas-UG Preparation

Q. n = 6 হলে ইলেক্ট্রন পূর্তির ক্রমটি হল-

(a) ns →(n-2)f→(n-1)d → np
(b) ns → (n – 1)d→ (n – 2)f→ np
(c) ns→ (n – 2)f→ np→ (n – 1)d
(d) ns →np→ (n – 1)d →(n – 2)f
Answer – (a) ns →(n-2)f→(n-1)d → np

Q. ডি ব্রগলির সূত্র অনুযায়ী 100g ভর ও 100 cm s¹ বেগযুক্ত একটি অতিকায় কণার তরঙ্গদৈর্ঘ্য হল-

(a) 6.6×10-³⁰cm
(b) 6.6×10-³²cm
(c) 6.6×10-²⁹cm
(d) 6.6×10-³¹cm
Answer – (d) 6.6×10-³¹cm

Q. বোরকক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেক্ট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চমান 3 হলে, কক্ষটির মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান হল-

(a) 4
(b) 3
(c) 2
(d) 1
Answer – (a) 4

Q. একটি H পরমাণুর প্রথম বোরকক্ষে গতিবেগ a হলে, He পরমাণুর দ্বিতীয় কক্ষে বেগ কত হবে?

(a) 2a
(b) a
(c) a/2
(d) 3a
Answer – (b) a

Q. হাইড্রোজেনের প্রথম আয়নীভবন শক্তি E হলে He+ আয়নের আয়নীভবন শক্তি কত হবে?

(a) E
(b) 2E
(c) 4E
(d) E/2
Answer – (c) 4E

Q. 2P অর্বিটালের সর্বাধিক কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মান +1/2 ?

(a) 2টি
(b) 3 টি
(c) 1টি
(d) কোনটিই নয়
Answer – (b) 3 টি

JENPAS -UG Entrance Exam Preparation

Q. সোডিয়াম পরমাণুর বর্ণালিতে ক’টি বর্ণালি রেখা পাওয়া যায়?

(a) 2 টি
(b) 3 টি
(c) 4 টি
(d) 1 টি

Q. e/m =?

(a) 1.76×10⁸ C.g-¹
(b) 1.76×10⁵ C.g-¹
(c) 1.44×10⁸C.g-¹
(d) 1.76×10⁹ C.g-¹
Answer – (a) 1.76×10⁸ C.g-¹

Q. ক্যাথোড নলে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করলে অ্যানোড রশ্মিরূপে __ নির্গত হয়-

(a) প্রোটন কণা
(b) ইলেক্ট্রন কণা
(c) A ও B দুটিই
(d) আলফা কণা
Answer – (a) প্রোটন কণা

Q. বামার সারিতে হাইড্রোজেনের রেখা বর্ণালির সংখ্যা-

(a) 1 টি
(b) 2 টি
(c) 3 টি
(d) 4 টি
Answer – (d) 4 টি

Q. রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা নীচের কার আকারের সঙ্গে সম্পর্কিত?

(a) নিউক্লিয়াস
(b) পরমাণু
(c) ইলেকট্রন
(d) নিউট্রন
Answer – (b) পরমাণু

Q. নিউট্রনের আবিষ্কর্তা-

(a) স্যাডিউইক
(b) ক্যুরি
(c) টমসন
(d) রাদারফোর্ড
Answer – (a) স্যাডিউইক

Important Question Answer for JENPAS-UG

Q. নিউক্লিয়াসের ঘনত্ব যে কোনো কঠিনের ঘনত্বের প্রায়-

(a) 10¹⁵ গুন
(b) 10¹³গুন
(c) 10¹⁰ গুন
(d) 10¹⁶গুন
Answer – (a) 10¹⁵ গুন

Q. নীচের কোন্ অণুগুলি পরস্পরের আইসোস্টার?

(a) CO₂ ও N₂O
(b) CO ও NO₂
(c) CO ও N₂O
(d) CO₂ ও NO₂
Answer – (a) CO₂ ও N₂O

Q. দৃষ্টিগোচর বর্ণালি দেখা যায় কোন্ সারিতে?

(a) লিম্যান সারি
(b) বামার সারি
(c) প্যাসেন সারি
(d) কুন্ড সারি
Answer – (b) বামার সারি

Q. n=3, I=1 এবং mL=0 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কক্ষকের। সর্বাধিক সংখ্যা হল-

(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Answer – (a) 1

Q. Fe2+ -এর d ইলেক্ট্রনের সমান সংখ্যক ইলেক্ট্রন যুক্ত মৌলটি হল-

(a) Li
(b) Na
(c) N
(d) C
Answer – (d) C

Q. n = 4 এবং I =1 কোয়ান্টাম সংখ্যাবিশিষ্ট কক্ষকগুলি হল-

(a) 4Py
(b) 4Sx
(c) 4dxy
(d) 4dx²-y²
Answer – (a) 4Py

Chemistry Question Answer for JENPAS-UG

Q. সবচেয়ে হালকা নিউক্লিয়াসের তুলনায় একটি ইলেক্ট্রনের ভর-

(a) 1/80 গুন
(b) 1/800 গুন
(c) 1/1800 গুন
(d) 1/2800 গুন
Answer – (c) 1/1800 গুন

Q. 45 nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মির জুল এককে শক্তির মান-

(a) 6.67×10¹⁵
(b) 6.62×10-¹⁵
(c) 6.67×10¹¹
(d) 4.42×10-¹⁸
Answer – (d) 4.42×10-¹⁸

Q. নীচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোন্ টি সঠিক সেট?

(a) n = 2, I = 2, m = 1, s =½
(b) n = 3,I =1, m = 0, s =½
(c) n=5, I =1, m = 2, s =½
(d) n = 4, I=1, m = -2, s =½
Answer – (b) n = 3,I =1, m = 0, s =½

Q. CI পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেক্ট্রন n+I = 3 সম্পর্কটি মেনে চলে?

(a) 3
(b) 8
(c) 10
(d) 16
Answer – (b) 8

Q. ইলেক্ট্রন নামকরণ করেছেন-

(a) রাদারফোর্ড
(b) স্টোনি
(c) থমসন
(d) গোল্ডস্টেন
Answer – (b) স্টোনি

Q. 16 গ্রাম মিথেনে মোট ইলেক্ট্রন সংখ্যা-

(a) 6.022×10²³
(b) 6.022×10²⁴
(c) 6.022×10²²
(d) 5×6.022×10²³
Answer – (b) 6.022×10²⁴

Scroll to Top