Preparation ANM GNM & JENPAS UG

Q. নিম্নোক্ত কোন্ টি একটি ধাতুকল্পের উদাহরণ নয়?

(a) দস্তা
(b) টিন
(c) অ্যান্টিমনি
(d) আর্সেনিক
Answer – (a) দস্তা

Q. গানমেটালে কোন্ ধাতুটি থাকে না?

(a) ক্রোমিয়াম
(b) তামা
(c) জিঙ্ক
(d) টিন
Answer – (a) ক্রোমিয়াম

Q. সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপো যোগ করা হয় সোনাকে _ করার জন্য।

(a) প্রসারণীয়
(b) চকচকে
(c) কঠিন
(d) নমনীয়
Answer – (c) কঠিন

Q. ‘টাইটান’ হচ্ছে-

(a) শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র
(b) একটি যাত্রীবাহী প্রমোদ তরী
(c) একটি প্রাচীন শহর
(d) ধাতব পদার্থ
Answer – (a) শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র

Q. কোনও তরলের পৃষ্ঠটান পরিমাপের S.I. একক কী?

(a) নিউটন/বর্গমিটার
(b) ডাইন / বর্গমিটার
(c) কিলোগ্রাম/বর্গমিটার
(d) নিউটন / মিটার
Answer – (d) নিউটন / মিটার

Q. যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে বলে-

(a) ক্যালসিনেশন
(b) জারন
(c) বিগলন
(d) হাইড্রোজিনেসন
Answer – (a) ক্যালসিনেশন

ANM / GNM Important Questions in Bengali

Q. যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলে-

(a) ফ্যাদোমিটার
(b) হাইড্রোমিটার
(c) হাইগ্রোমিটার
(d) টেনসিমিটার
Answer – (c) হাইগ্রোমিটার

Q. নীচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে?

(a) নিয়ন
(b) আর্গন
(c) ক্রিপটন
(d) বোরন
Answer – (d) বোরন

Q. নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন্ টি সর্বাপেক্ষা হালকা?

(a) লিথিয়াম
(b) অ্যালুমিনিয়াম
(c) বোরণ
(d) সিলিকন
Answer – (a) লিথিয়াম

Q. অ্যামালগাম হল __ এর অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ-

(a) তামা
(b) পারদ
(c) সোনা
(d) রুপো
Answer – (b) পারদ

Q. কোন্ টি সঙ্কর ধাতু?

(a) জিঙ্ক
(b) টিন
(c) সোনা
(d) ব্রোঞ্জ
Answer – (d) ব্রোঞ্জ

Q. ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোন্ টি?

(a) কার্নালাইট
(b) গিবসাইট
(c) ডায়াস্পোর
(d) অ্যালুনাইট
Answer – (a) কার্নালাইট

GNM / ANM Suggestion Question Answer

Q. মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হল-

(a) হাইড্রোজেন
(b) হিলিয়াম
(c) নিয়ন
(d) অক্সিজেন
Answer – (a) হাইড্রোজেন

Q. ভূ-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান-

(a) বেড়ে যায়
(b) কমে যায়
(c) একই থাকে
(d) কোনওটিই নয়
Answer – (b) কমে যায়

Q. কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন?

(a) জন নেপিয়ার
(b) মঁয়সা
(c) পি ভার্নিয়ার
(d) ওয়াটসন
Answer – (b) মঁয়সা

Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ টি উত্তেজনাবর্ধক নয়?

(a) Caffeine
(b) Cocain
(c) Barlriturates
(d) Amphetamines
Answer – (d) Amphetamines

Q. একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হল আবদ্ধ বাতাসের চাপ-

(a) খুব কম
(b) বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য কম
(c) বায়ুমণ্ডলের চাপের সমান
(d) নলের দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল
Answer – (c) বায়ুমণ্ডলের চাপের সমান

Q. ‘গ্যালেনা’ কার আকরিক?

(a) কপার
(b) জিঙ্ক
(c) লেড
(d) অ্যালুমিনিয়াম
Answer – (c) লেড

GNM / ANM Entrance Examination Mock Test

Q. বেলুন কে আবিষ্কার করেন?

(a) অটোহান
(b) মন্টোগলফিয়ার
(c) টরিসেলি
(d) এডি এগান
Answer – (b) মন্টোগলফিয়ার

Q. বিশুদ্ধ লোহার রঙ কেমন?

(a) ধূসর সাদা
(b) ধূসর লাল
(c) বাদামি
(d) হালকা হলুদ
Answer – (a) ধূসর সাদা

Q. একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে?

(a) 100%
(b) 80%
(c) 50%
(d) 0%
Answer – (d) 0%

Q. অ্যালকালি ধাতুগুলি কোন্ ব্লকে রয়েছে?

(a) d
(b) s
(c) p
(d) f
Answer – (b) s

Q. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা হল-

(a) পরমাণু
(b) অণু
(c) নিউক্লিয়াস
(d) ইলেকট্রন
Answer – (a) পরমাণু

Q. একটি পারমাণবিক কণার-

(a) আয়ন আছে, ওজন নেই
(b) ওজন আছে, আয়তন আছে
(c) আয়তন নেই, ওজন আছে
(d) আয়তন নেই, ওজন নেই
Answer – (b) ওজন আছে, আয়তন আছে

ANM/GNM Question Answer in Bengali

Q. পরমাণুর নিউক্লিয়াসে কি কি আছে?

(a) ইলেকট্রন, প্রোটন
(b) প্রোটন, নিউট্রন
(c) নিউট্রন, ইলেকট্রন
(d) নিউট্রন, পজিট্রন
Answer – (b) প্রোটন, নিউট্রন

Q. কোনটিতে ঋণাত্বক আধান থাকে?

(a) ইলেকট্রন
(b) নিউট্রন
(c) প্রোটন
(d) নিউক্লিয়াস
Answer – (a) ইলেকট্রন

Q. নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না?

(a) meson
(b) proton
(c) neutron
(d) electron
Answer – (d) electron

Q. পরমাণুর চার্জ নিরপেক্ষ হবে। কারণ পরমাণুতে-

(a) নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
(b) প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান
(c) নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
(d) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
Answer – (d) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

Q. একটি এটমে কণিকার সংখ্যা কটি?

(a) তিনটি
(b) চারটি
(c) পাঁচটি
(d) ছয়টি
Answer – (a) তিনটি

Q. হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই?

(a) ইলেকট্রন
(b) প্রোটন
(c) নিউট্রন
(d) কোনোটিই নয়
Answer – (c) নিউট্রন

Scroll to Top