Preparation For ANM GNM & JENPAS UG

Q. বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, বস্তুর সংস্থার রৈখিক ভরবেগ-

(a) বৃদ্ধি পায়
(b) অপরিবর্তিত থাকে
(c) হ্রাস পায়
(d) বলা সম্ভব নয়
Answer – (b) অপরিবর্তিত থাকে

Q. নিউক্লিয় বল যে দূরত্বের মধ্যে ক্রিয়াশীল, তা হল-

(a) 10-⁶ মি.
(b) 10-⁹ মি.
(c) 10-¹² মি.
(d) 10-¹⁵ মি.
Answer – (d) 10-¹⁵ মি.

Q. একটি ক্ষেত্র-জনিত বল-এর উদাহরণ হল-

(a) ধাক্কা
(b) ঘাত
(c) টান
(d) আকর্ষণ
Answer – (d) আকর্ষণ

Q. অপকেন্দ্র বল হল একপ্রকার _ বল।

(a) বৃহৎ
(b) বাস্তব
(c) ক্ষুদ্র
(d) অলীক
Answer – (d) অলীক

Q. কোনো বলের উপাংশ-এর মান ঐ বলের মানের-

(a) ছোট হয়
(b) বড় হয়
(c) ছোট বা সমান হয়
(d) বড় বা সমান হয়
Answer – (c) ছোট বা সমান হয়

Q. কোনো ভারী বস্তুর তলদেশে চাকা লাগালে, ঘর্ষণ বল-

(a) হ্রাস পায়
(b) বৃদ্ধি পায়
(c) একই থাকে
(d) হ্রাস বা বৃদ্ধি যে কোনো হতে পারে
Answer – (a) হ্রাস পায়

GNM ANM Mock Test

Q. বেগ-সময় লেখচিত্রে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র-

(a) বেগ অক্ষের সমান্তরাল
(b) সময় অক্ষের সমান্তরাল
(c) মূলবিন্দুগামী সরলরেখা
(d) বক্ররেখা
Answer – (b) সময় অক্ষের সমান্তরাল

Q. একটি বস্তুকে সোজা উপরের দিকে ছুঁড়ে দিলে, সর্বোচ্চ অবস্থানে-

(a) বেগ শূন্য, ত্বরণ শূন্য
(b) বেগ অশূন্য, ত্বরণ শূন্য
(c) বেগ শূন্য, ত্বরণ অশূন্য
(d) বেগ অশূন্য, ত্বরণ অশূন্য
Answer – (c) বেগ শূন্য, ত্বরণ অশূন্য

Q. __হলো ঋণাত্মক ত্বরণ (শূন্যস্থান পূরণ কর)

(a) বেগ
(b) দ্রুতি
(c) মন্দন
(d) সরণ
Answer – (c) মন্দন

Q. বলের মাত্রা হল-

(a) [LT-¹]
(b) [LT-²]
(c) [MLT-¹]
(d) [MLT-²]
Answer – (d) [MLT-²]

Q. যে সূত্র দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা হয়, তা হল-

(a) ভরের সংরক্ষণ সূত্র
(b) শক্তির সংরক্ষণ সূত্র
(c) ভরবেগের সংরক্ষণ সূত্র
(d) কোনোটিই নয়
Answer – (c) ভরবেগের সংরক্ষণ সূত্র

Q. একটি মোটর গাড়ির বেগ 36km/h, ‘মি/সে.’ এককে বেগ হবে-

(a) 5
(b) 10
(c) 15
(d) 20
Answer – (b) 10

ANM GNM Important Questions in Bengali

Q. লিফট-এর ছাদ থেকে ঝোলানো স্প্রীং-তুলায় বস্তু আটকে দিলে, কখন স্প্রীং তুলার পাঠ শূন্য হবে?

(a) লিফট ত্বরণ নিয়ে উঠলে
(b) লিফট ত্বরণ নিয়ে নামলে
(c) লিফট সমবেগে উঠলে বা নামলে
(d) লিফট অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামলে
Answer – (d) লিফট অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামলে

Q. ভরের পরিবর্তন × বেগ / সময় – যে রাশি নির্দেশ করে, তা হলো-

(a) বেগ
(b) শক্তি
(c) বল
(d) ভরবেগ
Answer – (c) বল

Q. 80N বল 20kg ভরবিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন হয়, তার মান কত?

(a) 3m.s-²
(b) 2m.s²
(c) 4m.s²
(d) 8ms²
Answer – (c) 4m.s²

Q. নিউটনের কোন্ সূত্রকে জাড্যের সূত্র বলে?

(a) প্রথম সূত্র
(b) দ্বিতীয় সূত্র
(c) তৃতীয় সূত্র
(d) সবগুলিই
Answer – (a) প্রথম সূত্র

Q. কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার?

(a) কাঁচি
(b) ঢেঁকি
(c) জাঁতি
(d) তুলাযন্ত্র
Answer – (c) জাঁতি

Q. প্রাস গতিতে (Projectile motion) কণার গতিপথ হয়

(a) বৃত্তাকার
(b) পরাবৃত্তাকার
(c) উপবৃত্তাকার
(d) অধিবৃত্তাকার
Answer – (d) অধিবৃত্তাকার

Physical Science Suggestion Questions Answers for GNM ANM

Q. পৃথিবীর একপ্রান্ত থেকে বিপরীত প্রান্তে টানা সুরঙ্গে কোনো বস্তুর গতিপ্রকৃতি হয়-

(a) বক্ররৈখিক গতি
(b) সরলরৈখিক গতি
(c) সরল সামঞ্জস্য গতি
(d) ত্বারিত গতি
Answer – (c) সরল সামঞ্জস্য গতি

Q. এক নিউটন বলতে কত ডাইন হয়?

(a) 10⁴
(b) 10⁵
(c) 10⁶
(d) 10³
Answer – (b) 10⁵

Q. ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক’বার ব্যবহৃত হয়?

(a) একবার
(b) দুইবার
(c) তিনবার
(d) চারবার
Answer – (b) দুইবার

Q. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?

(a) পৃথিবীর কেন্দ্রে
(b) খনিগর্ভে
(c) নিরক্ষীয় অঞ্চলে
(d) মেরু অঞ্চলে
Answer – (d) মেরু অঞ্চলে

Q. কোন বস্তুকণার প্রাথমিক বেগ u ত্বরণ f অতিক্রান্ত সময় t এবং অন্তিম বেগ v হলে, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করো:

(a) u = v + ft
(b) u + v = ft
(c) v = u + ft
(d) u = v – ft
Answer – (c) v = u + ft

Q. জাঁতি কোন্ ধরনের লিভার?

(a) প্রথম শ্রেণি
(b) দ্বিতীয় শ্রেণি
(c) তৃতীয় শ্রেণি
(d) কোনোটিই নয়
Answer – (b) দ্বিতীয় শ্রেণি

WB GNM ANM Entrance Exam Question Answer

Q. নীচের কোন্ টি দ্বিতীয় শ্রেণির লিভার?

(a) সাঁড়াশি
(b) কাঁচি
(c) মাছ ধরার ছিপ
(d) নৌকার দাঁড়
Answer – (d) নৌকার দাঁড়

Q. কোন্ সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়?

(a) নিউটনের প্রথম গতিসূত্র
(b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
(c) নিউটনের তৃতীয় গতিসূত্র
(d) ভরবেগের সংরক্ষণ সূত্র
Answer – (b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র

Q. ক্রেন কোন্ শ্রেণির লিভার?

(a) তৃতীয়
(b) দ্বিতীয়
(c) প্রথম
(d) চক্র ও অক্ষদণ্ড প্রকৃতির
Answer – (a) তৃতীয়

Q. কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে-

(a) তার ভরবেগ দ্বিগুন হবে
(b) তার ত্বরণ দ্বিগুণ হবে
(c) তার ভর দ্বিগুণ হবে
(d) কোনোটিই নয়
Answer – (a) তার ভরবেগ দ্বিগুন হবে

Q. যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে-

(a) নিউটনের প্রথম গতিসূত্র
(b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
(c) নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র
(d) গতিশক্তির সংরক্ষণ সূত্র
Answer – (c) নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র

Q. বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

(a) সমদ্রুতি সম্পন্ন
(b) অসমদ্রুতি সম্পন্ন
(c) অসমবেগ সম্পন্ন
(d) সমবেগ সম্পন্ন
Answer – (d) সমবেগ সম্পন্ন

Scroll to Top