RRB NTPC Mock Test in Bengali : RRB NTPC Mock Test in Bengali Free

প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যারা RRB NTPC Mock Test in Bengali পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমরা বাছাই করা কিছু Questions & Ans যেখানে GK, Math, Reasoning সমস্ত সাবজেক্ট তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো থেকে RRB NTPC Mock Test in Bengali Free আমরা মক টেস্ট আকারে প্রোভাইড করছি। তোমরা অবশ্যই মক টেস্টগুলো দাও প্র্যাকটিস করো এবং বিস্তারিত উত্তর দেওয়া রয়েছে সেগুলো দেখে নাও

RRB NTPC Mock Test in Bengali

RRB NTPC Mock Test in Bengali

প্রশ্ন ১:
যদি RITES 20% লাভে 36 টাকায় একটি কলম বিক্রি করে। যদি কলমটি 33 টাকায় বিক্রি হত, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত হত?
(ক) 10% লাভ
(খ) 15% লাভ
(গ) 12% ক্ষতি
(ঘ) 18% ক্ষতি
প্রশ্ন ২:
কোন খেলায় ইয়োকোজুনা সর্বোচ্চ র্যাঙ্ক?
(ক) সুমো কুস্তি
(খ) জুডো
(গ) জুজুৎসু
(ঘ) কেন্ডো
প্রশ্ন ৩:
UFO-এর পূর্ণরূপ কী?
(ক) Under Fire Object
(খ) Unidentified Flying Object
(গ) Unapproved Foreign Object
(ঘ) Unidentified Free Object
প্রশ্ন ৪:
আহমেদনগরের কোন রানি সম্রাট আকবরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন?
(ক) রানি দুর্গাবতী
(খ) জীজা মহল
(গ) চাঁদ বিবি
(ঘ) রজিয়া সুলতানা
প্রশ্ন ৫:
একটি বাতিঘরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 20 মিটার। সমুদ্রে একটি জাহাজের অবনতি কোণ (বাতিঘরের শীর্ষ থেকে) 30°। বাতিঘরের গোড়া থেকে জাহাজের দূরত্ব কত?
(ক) 16 মি.
(খ) 20√3 মি.
(গ) 20 মি.
(ঘ) 30 মি.
প্রশ্ন ৬:
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়?
(ক) সেপ্টেম্বর 16
(খ) জুলাই 4
(গ) জানুয়ারি 23
(ঘ) মে 1
প্রশ্ন ৭:
বাইফোকাল চশমা কে আবিষ্কার করেন?
(ক) থমাস আলভা এডিসন
(খ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
(গ) আইনস্টাইন
(ঘ) আইজ্যাক নিউটন
প্রশ্ন ৮:
নিচের তালিকা থেকে বিষমটি চিহ্নিত করুন:
(ক) সাপ
(খ) টিকটিকি
(গ) কাঠবিড়ালি
(ঘ) মগরমাছ
প্রশ্ন ৯:
নিচের কোনটি শেখা এবং ভাগ করা বিশ্বাস ও আচরণের সমষ্টিকে বোঝায়?
(ক) সংস্কৃতি
(খ) জাতিগততা
(গ) দল
(ঘ) প্রজন্ম
প্রশ্ন ১০:
মোবাইল ফোন কে আবিষ্কার করেন?
(ক) জোসেফ নিউল্যান্ড
(খ) এডউইন ল্যান্ড
(গ) মার্টিন কুপার
(ঘ) জন লয়েড রাইট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top