Q. মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?
(a) 5 লক্ষ
(b) 10 লক্ষ
(c) 20 লক্ষ
(d) 12 লক্ষ
Answer – (b) 10 লক্ষ
Q. উদ্ভিদের কোন্ শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়?
(a) শোষণ
(b) বাষ্পমোচন
(c) সালোকসংশ্লেষ
(d) রেচন
Answer – (b) বাষ্পমোচন
Q. কোন্ জাতীয় খাদ্যের তাপনমূল্য সবচেয়ে বেশী?
(a) শর্করা
(b) ফ্যাট
(c) প্রোটিন
(d) অ্যামাইনো অ্যাসিড
Answer – (b) ফ্যাট
Q. কোন ধরণের পুষ্টিতে সহভোক্তা ও ব্যাতিহারী লক্ষ্য করা যায়?
(a) পরজীবীয় পুষ্টি
(b) মিথোজীবীয় পুষ্টি
(c) মৃতজীবীয় পুষ্টি
(d) হলোজোয়িক পুষ্টি
Answer – (b) মিথোজীবীয় পুষ্টি
Q. কোন্ প্রাণীর রক্তে লোহিতকণিকা নেই?
(a) কেঁচো
(b) মানুষ
(c) ব্যাং
(d) মাছ
Answer – (a) কেঁচো
Q. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে?
(a) 487 কিলোক্যালোরি
(b) 686 কিলোক্যালোরি
(c) 518 কিলোক্যালোরি
(d) 886 কিলোক্যালোরি
Answer – (b) 686 কিলোক্যালোরি
ANM GNM Preparation
Q. অরনিথিন চক্র সংগঠিত হয়-
(a) পেশীতে
(b) বৃক্কে
(c) যকৃতে
(d) ক্ষুদ্রান্তে
Answer – (c) যকৃতে
Q. হিমাচুরিয়া রোগ হয় নিম্নের কোন্ পদার্থটি মূত্রে থাকলে?
(a) পুঁজ
(b) রক্ত
(c) অ্যাসিটোন
(d) ফ্যাট
Answer – (b) রক্ত
Q. যকৃৎ নিম্নের কোন্ রেচন পদার্থ নির্গত করে?
(a) বিলিরুবিন
(b) লেসিথিন
(c) বিলিভারডিন
(d) সবকটি
Answer – (d) সবকটি
Q. স্ফিনোডার্মা রোগ সৃষ্টি হয় যে ভিটামিনের অভাবে-
(a) A
(b) B5
(c) B6
(d) C
Answer – (a) A
Q. মানুষের দেহের পিত্তরস যে ধরনের খাদ্য পরিপাকে সাহায্য করে-
(a) কার্বোহাইড্রেট
(b) ফ্যাট
(c) প্রোটিন
(d) সবকটি
Answer – (b) ফ্যাট
Q. নিম্নের কোন্ টি অ্যান্টিভিটামিন?
(a) মিথাইল কোবালামিন
(b) সায়ানো কোবালামিন
(c) অ্যাভিডিন
(d) আর্গোস্টেরল
Answer – (c) অ্যাভিডিন
GNM ANM Mock Test
Q. মানব ক্ষুদ্রান্ত্রের মোট অংশ হল-
(a) 2টি
(b) 3টি
(c) 4টি
(d) 5টি
Answer – (b) 3টি
Q. গ্লাইকোজেন সাধারণতঃ সংশ্লেষ হয়-
(a) সব কোশে
(b) যকৃৎ কোশে
(c) হৃৎপিণ্ডের কোশে
(d) লিউকোসিন কোশে
Answer – (b) যকৃৎ কোশে
Q. মানব শরীরে কোন্ মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়?
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন
(d) কার্বন
Answer – (b) অক্সিজেন
Q. চিংড়ির রেচন অঙ্গ হল-
(a) লালা গ্রন্থি
(b) সবুজ গ্রন্থি
(c) ইঙ্ক গ্রন্থি
(d) ম্যালপিজিয়ান নালিকা
Answer – (b) সবুজ গ্রন্থি
Q. মানব দেহে কিসের ঘাটতি হলে ডিহাইড্রেশন হয়?
(a) ভিটামিন
(b) জল
(c) লবণ
(d) হরমোন
Answer – (b) জল
Q. নিম্নের কোন্ রোগটি লৌহের অভাবে ঘটে?
(a) রিকেট
(b) বেরিবেরি
(c) স্কার্ভি
(d) অ্যানিমিয়া
Answer – (d) অ্যানিমিয়া
Life Science Question For GNM ANM
Q. দেহের কোশে কোশে অক্সিজেন পৌঁছে দেয় কে?
(a) লোহিত রক্তকণিকা
(b) শ্বেত রক্তকণিকা
(c) অনুচক্রিকা
(d) হরমোন
Answer – (a) লোহিত রক্তকণিকা
Q. রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে-
(a) কার্বোহাইড্রেট
(b) লোহিত রক্তকণিকা
(c) ভিটামিন
(d) শ্বেত রক্তকণিকা
Answer – (d) শ্বেত রক্তকণিকা
Q. লৌহের প্রধান উৎস হল-
(a) ডিম
(b) শাক-সবজি
(c) দানাশস্য
(d) দুধ
Answer – (b) শাক-সবজি
Q. ক্লোরোফিল হল-
(a) হ্যালোজেন অ্যাসিড
(b) উদ্ভিদে উপস্থিত সবুজকণা
(c) জৈবক্লোরা কণা
(d) মৌল উপাদান
Answer – (a) হ্যালোজেন অ্যাসিড
Q. ভিটামিন A-র অভাবে নিম্নের যে রোগটি হয়-
(a) চুলপড়া
(b) রাতকানা
(c) আমাশয়
(d) দুর্বলতা
Answer – (b) রাতকানা
Q. জলে দ্রাব্য ভিটামিন হল-
(a) A
(b) D
(c) E
(d) K
Answer – (d) K
ANM GNM Important Question In Bengali
Q. লোহিত চ্যুতি ঘটনাটি কোন্ শারীরবৃত্তীয় পদ্ধতির সঙ্গে সম্পর্কিত?
(a) শ্বসন
(b) বাষ্পমোচন
(c) সালোকসংশ্লেষ
(d) নিঃস্রাবণ
Answer – (c) সালোকসংশ্লেষ
Q. লেন্টিসেল উদ্ভিদের কোন্ অংশে দেখা যায়?
(a) পাতা
(b) মূল
(c) কান্ড
(d) ফুল
Answer – (c) কান্ড
Q. অরিনিথিন চক্রের অন্তর্গত নয়-
(a) আরজিনেজ
(b) পিট্রোসিন
(c) সিটুলিন
(d) সব কয়টি
Answer – (b) পিট্রোসিন
Q. জেরোস্টোমিয়া কী?
(a) লালা নিঃসরণ বৃদ্ধি
(b) লালা নিঃসরণ হ্রাস
(c) জিহ্বার সঞ্চালন ব্যাহত
(d) জিহ্বার বৃদ্ধি
Answer – (b) লালা নিঃসরণ হ্রাস
Q. অক্সেনটিক গ্রন্থি নিম্নের যে অংশে অবস্থিত-
(a) ক্ষুদ্রান্ত্রে
(b) অগ্ন্যাশয়ে
(c) পাকস্থলীতে
(d) যকৃতে
Answer – (c) পাকস্থলীতে
Q. প্রতি 100ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ-
(a) 80-120 mg
(b) 150-250 mg
(c) 280-350 mg
(d) 380-550 mg
Answer – (b) 150-250 mg