WB Panchayat Previous Year Question Paper with Answer

WB Panchayat Previous Year Question Paper

1. ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল

(A) 2011 সালে

(B) 1991 সালে

(C) 2005 সালে

(D) 2001 সালে

Answer : -(A) 2011 সালে

2. নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত?

(A) প্রথম চন্দ্রগুপ্ত-

(B) সমুদ্রগুপ্ত

(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(D) স্কন্দগুপ্ত

Answer : -(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

3. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?

(A) লালমাটি

(B) লবণাক্ত কাদামাটি

(C) পলিমাটি

(D) কালোমাটি

Answer : – (B) লবণাক্ত কাদামাটি

4. পশ্চিমবঙ্গের উত্তরপ্রবাহী নদী হল

(A) তিস্তা, জলঢাকা, রায়ডাক

(B) গঙ্গা, ব্রহ্মপুত্র

(C) তিস্তা, গঙ্গা

(D) দামোদর, গঙ্গা

Answer : -(A) তিস্তা, জলঢাকা, রায়ডাক

WB Panchayat GK Previous Year Question Paper With Answer

5. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়?

(A) নিরক্ষরেখার নিকট

(B) কর্কটক্রান্তির নিকট

(C) মকরক্রান্তির নিকট

(D) আর্কটিক সার্কেল

Answer : –

6. কোনো নিয়মে তিনটি একই রকম, তবে বিজাতীয় কোনটি?

(A) পনির

(B) দুধ

(C) দই

(D) ঘি

Answer : -(B) দুধ

7. একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ

(A) চার বছর

(B) পাঁচ বছর

(C) ছয় বছর

(D) আট বছর

Answer : -(C) ছয় বছর

৪. নীচের কোনটি প্রাচীনতম বেদ?

(A) অথর্ববেদ

(B) ঋকবেদ

(C) যজুর্বেদ

(D) সামবেদ

Answer : -(B) ঋকবেদ

9. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে?

(A) মেদিনীপুর

(B) মুর্শিদাবাদ

(C) পুরুলিয়া

(D) বর্ধমান

Answer : -(C) পুরুলিয়া

10. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত?

(A) ডুয়ার্স

(B) তরাই

(C) রাঢ়

(D) বারিন্দ

Answer : -(A) ডুয়ার্স

WB Panchayat Rrecruitment

English

11. I have no desire fame.

(A) of

(B) for

(C) in

(D) to

Answer : -(D) to

12. There is an exception. every rule.

(A) to

(B) for

(C) in

(D) up

Answer : -(A) to

13. Rama is MA in English.

(A) of

(B) an

(C) in

(D) to

Answer : -(B) an

14. He is ……………..the phone right now

(A) at

(B) in

(C) on

(D) to

Answer : – (C) on

WB Panchayat English Previous Year Question Paper With Answer

15. The sun rises the sky.

(A) at

(B) in

(C) on

(D) to

Answer : -(B) in

16. Netaji Subhas was born in the year 1897. 23rd January

(A) at

(B) in

(C) on

(D) to

Answer : -(C) on

17. Honesty is best policy.

(A) a

(B) in

(C) on

(D) the

Answer : -(D) the

18. Rina is senior Hina.

(A) of

(B) than

(C) in

(D) from

Answer : -(B) than

19. Nearest meaning of ‘Authentic’:

(A) Lovable

(B) Distress

(C) Praise

(D) Genuine

Answer : -(D) Genuine

20. Opposite meaning of ‘Slipshod”:

(A) Careful

(B) Untidy

(C) Carefree

(D) Slovenly

Answer : -(A) Careful

WB Panchayat Rrecruitment 2024

গণিত

21. 5800+999 +5672+231=?

(A) 12812

(B) 12102

(C) 12712

(D) 12702

Answer : -(D) 12702

22. 1675 x 265=?

(A) 448015

(B) 443875

(C) 445035

(D) 434875

Answer : -(B) 443875

23. কিছু টাকা ব্যাঙ্কে সরল সুদে রাখা হল যা 4 বছরের সুদে- আসলে 1240 টাকা হল এবং 10 বছরে সুদে-আসলে 1600 টাকা হল। আসল নির্ণয় কর।

(A) Rs. 1000

(B) Rs. 800

(C) Rs. 1050

(D) Rs. 1100

Answer : -(A) Rs. 1000

24. একটি কাজ A 10 দিনে করতে পারে, B ঐ কাজটি 20 দিনে করতে পারে, উহারা C-কে সাথে নিয়ে ঐ কাজটি 5 দিনে শেষ করে। ঐ কাজটি C-এর একা করতে কতদিন লাগবে?

(A) 10 দিন

(B) 15 দিন

(C) 20 দিন

(D) 5 দিন

Answer : -(C) 20 দিন

25. চার অঙ্কের একটি সংখ্যা a381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এ-এর মান কত?

(A) 5

(B) 6

(C) 7

(D) 8

Answer : -(C) 7

WB Panchayat Math Previous Year Question Paper With Answer

26. যদি 3টি আমকে 4টির ক্রয়মূল্যে বিক্রয় করা হয়, তবে লাভ হয়

(A) 16 1/3%

(B) 33 1/4%

(C) 33 1/3%

(D) 40 ½%

Answer : -(C) 33 1/3%

27. 6969966/7/6979669779667-এর মধ্যে কতগুলি 9, 6 এবং 7-এর মাঝে পড়িয়া চাপের চোটে নিষ্পিষ্ট?

(A) 2

(B) 3

(C) 4

(D) 5

Answer : -(D) 5

28. একজন তার মাহিনার 10% ব্যাঙ্কে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার মাহিনা 5,000 টাকা হলে, কত টাকা বাড়ি ভাড়া দিলেন?

(A) 160 টাকা

(B) 250 টাকা

(C) 180 টাকা

(D) 225 টাকা

Answer : -(C) 180 টাকা

WB Panchayat Rrecruitment Question Paper with answer

29. একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে আর ভুল উত্তরের জন্য । নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে ৪০ নম্বর পেল। ছাত্রটি কটি প্রশ্ন সঠিক উত্তর করেছিল?

(A) 70

(B) 60

(C) 80

(D) 75

Answer : -(B) 60

30. A ও B-এর আয়ের অনুপাত হল 3:2 এবং 5:3 হল তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেকে 1,000 টাকা করে জমায়, তাহলে B-এর আয় হল

(A) 3,000 টাকা

(B) 4,000 টাকা

(C) 600 টাকা

(D) 800 টাকা

Answer : -(B) 4,000 টাকা

Bengali

31. ‘সংগীত’ -এর সন্ধিবিচ্ছেদ

(A) সং+ গীত

(B) সং + গিত

(C) সম্ + গিত

(D) সম্ + গীত

Answer : -(D) সম্ + গীত

32. ‘আপণ’ শব্দটির অর্থ কি?

(A) একান্ত

(B) নিজস্ব

(C) দোকান

(D) অহং

Answer : -(C) দোকান

33. ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি?

(A) দয়িত

(B) কান্ত

(C) নাথ

(D) উপরের সবকটিই

Answer : -(D) উপরের সবকটিই

34. নীচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?

(A) যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে।

(B) ভালো ছেলেকে সবাই ভালোবাসে।

(C) তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম।

(D) তুমি এলে আমরা যাব।

Answer : -(C) তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম।

35. কোনটি সঠিক সন্ধি?

(A) সম্ + চয় = সঞ্চয়

(B) রাজ + স্ত্রী = রাষ্ট্রী

(C) শ+ অন = শয়ন

(D) মনো + কষ্ট = মনোঃকষ্ট

Answer : -(A) সম্ + চয় = সঞ্চয়

36. শুদ্ধ বানান কোনটি?

(A) মুহুর্মুহু

(B) মূহুর্মুহু

(C) মহমূহু

(D) মুর্ছমূহু

Answer : -(A) মুহুর্মুহু

37. কৃপণের নিকট টাকা চাওয়া মাত্র।

(A) আক্কেল সেলামি

(B) অনধিকার চর্চা

(C) অরণ্যে রোদন

(D) অগস্ত্য যাত্রা

Answer : -(A) আক্কেল সেলামি

38. মূর্খের সঙ্গে তর্ক করা

(A) নিরর্থক

(B) অযৌক্তিক

(C) অন্যায়

(D) বৃথা

Answer : -(A) নিরর্থক

39. কর্মভোগ এড়ানো যায় না- এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করেছে?

(A) পেশা

(B) অনুষ্ঠান

(C) কৃতকর্ম

(D) কর্তব্য

Answer : -(C) কৃতকর্ম

40. ছেলেটি কোনো কর্মের নয়, কুঁড়ের

(A) পাত্র

(B) আখড়া

(C) আড্ডা

(D) বাদশা

Answer : -(A) পাত্র

41. দুঃখ বিনা সুখ লাভ হয় কি

(A) কখনো

(B) তব

(C) মহীতে

(D) ভুবনে

Answer : -(C) মহীতে

42. ‘শেষের কবিতা’ একটি

(A) কাব্যনাট্য

(B) নাটক

(C) কাব্যগ্রন্থ

(D) উপন্যাস

Answer : -(D) উপন্যাস

43. ‘সে যেতে চায় তথাপি বসে আছে।’- কোন শ্রেণীর বাক্য?

(A) সরল বাক্য

(B) জটিল বাক্য

(C) ব্যাসবাক্য

(D) যৌগিক বাক্

Answer : -(B) জটিল বাক্য

WB Panchayat Bengali Previous Year Question Paper With Answer

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top