WB PSC Clerkship Previous Year Question Paper With Answers

WB PSC Clerkship Examination 2019( shift – 1 )

1. দলাই লামার বাসস্থান কোথায়?

(a) মুসৌরি

(b) রুমটেক মঠ

(c) তাওয়াং

(d) ম্যাকলিওডগঞ্জ, ধর্মশালা

Ans :- (d) ম্যাকলিওডগঞ্জ, ধর্মশালা

2. লোকসভায় আসন সংখ্যা কত?

(a) 540

(b) 543

(c) 545

(d) 550

Ans :- (c) 545

3. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন?

(a) যোগেন চৌধুরী

(b) নন্দলাল বসু

(c) রামকিঙ্কর বেইজ

(d) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Ans :-(d) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

4. হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না?

(a) প্রতিরক্ষা মন্ত্রক

(b) অর্থমন্ত্রক

(c) রেলমন্ত্রক

(d) বিদেশমন্ত্রক

Ans :- (c) রেলমন্ত্রক

5. গ্রেটা থুনবার্গ হলেন

(a) একজন অভিনেত্রী

(b) একজন টেনিস খেলোয়াড়

(c) একজন পরিবেশ ও জলবায়ুকর্মী

(d) একজন মানবাধিকার কর্মী

Ans :- (c) একজন পরিবেশ ও জলবায়ুকর্মী

6. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়?

(a) পিটার হ্যান্ডকে

(b) বব ডিলন

(c) অল্পা টোকারচুক

(d) সালমান রুশদি

Ans :- (a) পিটার হ্যান্ডকে

7. 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়

(a) ক্রাইস্টচার্চ শহরে

(b) কলম্বোতে

(c) ব্র্যাডফোর্ডে

(d) জেরুজালেম শহরে

Ans :- (b) কলম্বোতে

8. পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?

(a) 21

(b) 19

(c) 24

(d) 22

Ans :- (d) 22

9. রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল

(a) হেলিকপ্টার

(b) যুদ্ধবিমান

(c) ডুবোজাহাজ

(d) দূরপাল্লার ক্ষেপণাস্ত্র

Ans :-(b) যুদ্ধবিমান

WB PSC Clerkship Previous Year Question Paper

10. পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে?

(a) পাটের তৈরি ব্যাগ

(b) প্লাস্টিক ব্যাগ

(c) কাগজের ব্যাগ

(d) কাপড়ের ব্যাগ

Ans :- (b) প্লাস্টিক ব্যাগ

11. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা?

(a) দিব্যেন্দু বড়ুয়া

(b) চাঁদ রাম

(c) মঞ্জুজু রানি

(d) দীপা কর্মকার

Ans :- (c) মঞ্জুজু রানি

12. মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন

(a) যুক্তরাজ্যে

(b) দক্ষিণ আফ্রিকায়

(c) ভারতবর্ষে

(d) জিম্বাবোয়েতে

Ans :- (b) দক্ষিণ আফ্রিকায়

13. 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল

(a) লন্ডন

(b) রিও ডি জেনিরো

(c) মস্কো

(d) মেক্সিকো সিটি

Ans :-(b) রিও ডি জেনিরো

14. সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুন্ন হয়েছে?

(a) মনিপুর

(b) জন্ম এবং কাশ্মীর

(c) নাগাল্যান্ড

(d) সিকিম

Ans :- (b) জন্ম এবং কাশ্মীর

15. ‘হাউডি মোদী’ অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হল

(a) লস অ্যাঞ্জেলেস

(b) নিউইয়র্ক

(c) হিউস্টন

(d) ওয়াশিংটন

Ans :- (c) হিউস্টন

16. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?

(a) অস্ট্রেলিয়া

(b) স্কটল্যান্ড

(c) বেলজিয়াম

(d) স্পেন

Ans :-(b) স্কটল্যান্ড

17. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম

(a) ক্রিস্টিন লাগার্দ

(b) ক্রিস্টালিনা জর্জিয়েভা

(c) জা ক্লড জানকর

(d) ডোনাল্ড টাস্ক

Ans :-(b) ক্রিস্টালিনা জর্জিয়েভা

18. লিওনেল মেসি কোন দেশের নাগরিক?

(a) ব্রাজিল

(b) আর্জেন্টিনা

(c) বলিভিয়া

(d) পর্তুগাল

Ans :-(b) আর্জেন্টিনা

19. ফিজি রাষ্ট্রের অবস্থান

WBPSC Clerkship Question Paper

(a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

(b) উত্তর আটলান্টিক অঞ্চলে

(c) উত্তর আফ্রিকায়

(d) দক্ষিণ আমেরিকায়

Ans :-(a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

20. যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল

(a) সুইডেন

(b) ব্রিটেন

(c) রাশিয়া

(d) আমেরিকা

Ans :-(c) রাশিয়া

21. 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন

(a) সানিয়া মির্জা

(b) সাইনা নেহওয়াল

(c) পিভি সিন্ধু

(d) নজমি অকুহারা

Ans :- (c) পিভি সিন্ধু

22. ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?

(a) নিকোলাস সারকোজি

(b) জা মনেট

(c) ইমানুয়েল ম্যাকরো

(d) ফ্রা হল্যান্ড

Ans :- (c) ইমানুয়েল ম্যাকরো

23. প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হল

(a) জাকার্তা

(চ) নয়াদিল্লি

(c) কলম্বো

(d) ব্যাংকক

Ans :- (চ) নয়াদিল্লি

24. নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?

(a) মেদিনীপুর

(b) দমদম সেন্ট্রাল জেল

(c) মুজাফফরপুর

(d) প্রেসিডেন্সি জেল, কলকাতা

Ans :-(c) মুজাফফরপুর

25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়?

(a) চন্ডিগড়

(b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(c) পুদুচেরি

(d) ত্রিপুরা

Ans :-(d) ত্রিপুরা

26. পলাশীর যুদ্ধ হয়েছিল

(a) 1757 সালে

(b) 1758 সালে

(c) 1857 সালে

(d) 1858 সালে

Ans :-(a) 1757 সালে

27. সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়?

(a) জেনেভায়

(b) ওয়াশিংটনে

(c) প্যারিসে

(d) লন্ডনে

Ans :-(a) জেনেভায়

28. গৌতম বুদ্ধের জন্মস্থান হল

(a) কপিলাবস্তু

(b) সারনাথ

(c) বোধগয়া

(d) লুম্বিনী

Ans :-(d) লুম্বিনী

29. বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হল

(a) হুগলি জেলায়

(b) নদীয়া জেলার

(c) পশ্চিম মেদিনীপুর জেলায়

(d) হাওড়া জেলায়

Ans :-(c) পশ্চিম মেদিনীপুর জেলায়

30. 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন

(a) স্বপন দাশগুপ্ত

(b) রভিশ কুমার

(c) অর্ণব গোস্বমি

(d) রবীন্দ্র কুমার

Ans :-(b) রভিশ কুমার

31. “The third pillar’ বইটির লেখক এর নাম কি?

(a) অমর্ত্য সেন

(b) পদ্মা দেসাই

(c) রঘুরাম রাজন

(d) জগদীশ ভগবতী

Ans :-(c) রঘুরাম রাজন

32. নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়?

(a) বাংলাদেশ

(b) মায়ানমার

(c) শ্রীলংকা

(d) নেপাল

Ans :-(b) মায়ানমার

33. নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না?

(a) গঙ্গা

(b) তিস্তা

(c) আত্রেয়ী

(d) দামোদর

Ans :-(d) দামোদর

wbpsc clerkship previous year question paper

34. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন?

(a) বিল ক্লিনটন

(b) বারাক ওবামা

(c) কলিং পাভেল

(d) জর্জ বুশ জুনিয়র

Ans :-(b) বারাক ওবামা

35. বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি SARs রয়েছে?

(a) 2

(b) 1

(c) 3

(d) ওপরের কোনোটিই নয়

Ans :-(b) 1

36. বালাকোট জায়গাটির অবস্থান

(a) ভারতের উত্তর পূর্বে

(b) পাকিস্তানের উত্তর-পশ্চিমে

(c) আফগানিস্থানে

(d) ইরান-আফগানিস্তান সীমান্তে

Ans :-(b) পাকিস্তানের উত্তর-পশ্চিমে

37. জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন?

(a) টেনিস

(b) ব্যাডমিন্টন

(c) ক্রিকেট

(d) ফুটবল

Ans :-(c) ক্রিকেট

38. ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়ন আছেন

(a) ভারতীয় সেনাবাহিনী

(b) সীমান্ত রক্ষা বাহিনী

(c) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ

(d) ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ

Ans :-(b) সীমান্ত রক্ষা বাহিনী

39. নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে?

(a) দক্ষিণ আফ্রিকা

(b) ইংল্যান্ড

(c) নিউজিল্যান্ড

(d) ভারত

Ans :-(b) ইংল্যান্ড

40. মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 শে জানুয়ারি

(a) 1947 সালে

(b) 1948 সালে

(c) 1949 সালে

(d) 1950 সালে

Ans :-(b) 1948 সালে

wbpsc clerkship previous year question paper with answer
Scroll to Top