Q) ক্রাইম এন্ড পানিশমেন্ট লিখেছিলেন- (WBP 2006)
(A) ইভান তুর্গেনভ
B) ফিওডোর ডসটয়েভস্কি
C) লিও টলস্টয়
D) মার্সেল প্রস্ত
Answer : – B) ফিওডোর ডসটয়েভস্কি
* আনা কারেনিনা- লিও টলস্টয়
Q. বিখ্যাত পালকির গান এর গীতিকার হচ্ছেন? (WBSI 2008)
A) সলিল চৌধুরী
B) পুলক বন্দ্যোপাধ্যায়
C) সত্যেন্দ্রনাথ দত্ত
D) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer : – C) সত্যেন্দ্রনাথ দত্ত
Q. অলিভার টুইস্ট রচনা করেছিলেন? (WBSI 2008)
A) ইএম ফস্টার
B) ন্যাথানিয়ন হরথন
C) চার্লস ডিকেন্স
D) ভিক্টর হুগো
Answer : – C) চার্লস ডিকেন্স
* ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিটিজ – চার্লস ডিকেনস
* এ প্যাসেজ টু ইন্ডিয়া- ই এম ফস্টার
Q) ডক্টর ফস্টাস এর লেখক- (WBP 2008)
A) জে ডারু গ্যায়েট
B) ক্রিস্টোফার মার্লো
C) বেন জনসন
D) উইলিয়াম শেক্সপীয়ার
Answer : – B) ক্রিস্টোফার মার্লো
* উইলিয়াম শেক্সপীয়ার: ম্যাকবেথ, ওথেলো, দি মার্চেন্ট অফ ভেনিস, দি টেমপেস্ট, এ মিড সামার নাইটস ড্রিম, হ্যামলেট, রোমিও ও জুলিয়েট, অ্যাজ ইউ লাইক ইট, কোরিওলেনাস
wbp constable previous year question paper
Q) ভাদু পল্লীগীতি কোন অঞ্চলের-(WBSI 2008)
(A) পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুর
B) কোচবিহার
C) মুর্শিদাবাদ
D) হুগলি
Answer : -(A) পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুর
Q) দি ম্যাজিক মাউন্টেন লেখেন-(WBSI 2008)
(A) জর্জ মেরেডিথ
B) ম্যাকসিম গোর্কি
(C) টমাস কারলাইল
D) টমাস মান
Answer : – D) টমাস মান
Q) ভারত ও রাশিয়ার 2007 সালে যৌথ সামরিক মহড়া নাম কি ছিল? (WBP 2008)
A) শত্রু নাশ 2007
C) ক্যাকটাস 2007
B) বক্স 2007
D) ইন্দ্র 2007
Answer : – D) ইন্দ্র 2007
* 4th JIMEX 2020: ভারত ও জাপান
* AJEYA WARRIOR 2020: ভারত এবং UK
* ইন্দ্রধনুশ 2020: ভারত এবং UK
Q) লাভ ইন দ্যা টাইম অফ কলেরা লেখক?
A) ফেদেরিকো গার্থিয়া লোরকা
B) অলিভার গোল্ডস্মিথ
C) গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
D) ড্যানিয়েল ডিফো
Answer : – C) গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
Q) সত্যব্রত দাম যে অঞ্চলে গিয়েছিলেন (WBSI 2008)
A) উত্তর মেরু
B) দক্ষিণ মেরু
C) মাউন্ট এভারেস্ট
D) সবকটিতেই
Answer : – D) সবকটিতেই
Q) দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন এর লেখক (WBSI 2008)
A) আর্থার কোনান ডয়েল
B) টমাস হার্ডি
C) মার্ক টোয়েন
D) সালমান রুশদি
Answer : – C) মার্ক টোয়েন
* সালমান রুশদি: স্যাটানিক ভার্সেস, মিডনাইট চিল্ড্রেন, দ্য গোল্ডেন হাউজ
wbp constable previous year mains question paper
Q) অরুণাচল প্রদেশের রাজধানী হল? (WBP 2008)
A) ইটা নগর
(C) আইজল
B) ইম্ফল
D) কোহিমা
Answer : – A) ইটা নগর
* মণিপুরের রাজধানী হলো: ইম্ফল
* নাগাল্যান্ড এর রাজধানী হলো: কোহিমা
* মিজোরামের রাজধানী হলো: আইজল
Q) ছাড়পত্র রচনা করেছিলেন- (WBSI 2008)
A) মোহিতলাল মজুমদার
B) সুভাষ মুখোপাধ্যায়
(C) সূর্যকান্ত ত্রিপাঠী
D) সুকান্ত ভট্টাচার্য
Answer : – D) সুকান্ত ভট্টাচার্য
* সুভাষ মুখোপাধ্যায়: যতদূরেই যায়, কাল মধুমাস; যা রে কাগজের নৌকা;
Q) মহাপৃথিবী কে লিখেছিলেন? (WBSI 2008)
A) জীবনানন্দ দাশ
B) সমর সেন
C) শঙ্খ ঘোষ
D) বিষ্ণু দে
Answer : – A) জীবনানন্দ দাশ
* বিষ্ণু দে: উর্বশী ও আর্টেমিস (1932), চোরা বলি (1938), পূর্বা লেখ (1940), সন্দিপের চার (1947), নাম রেখেছি কোমল গান্ধার (1950)
Q) এদের মধ্যে কোন ইংরেজ লেখক এর মুম্বাইয়ের জন্মভিটেটিকে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে? (WBSI 2008)
(A) রুডইয়ার্ড কিপলিং
B) রবার্ট ব্রাউনিং
C) জিম কবেট
D) উইলিয়াম ব্লেক
Answer : -(A) রুডইয়ার্ড কিপলিং
Q) ভারত দুর্দশার রচয়িতা – (WBSI 2008)
A) দীনবন্ধু মিত্র
B) মন্নথ রায়
C)ভারতেন্দু
D) বালকৃষ্ণ ভট্ট
Answer: – C)ভারতেন্দু
Q) এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়- (WBSI 2008)
A) তুরস্ক
B) সাইপ্রাস
C) স্লোভাকিয়া
D) আয়ারল্যান্ড
Answer : – A) তুরস্ক
Q) ম্যারাথন দৌড়ে অতিক্রম দূরত্ব মোটামুটি–(WBSI 2008)
A) 10 মাইল
B)16 মাইল
C) 20 মাইল
D) 26 মাইল
Answer : – D) 26 মাইল
* The marathon is a long-distance race with a distance of 42.195 km or 26.2 miles
wbp previous year question paper prelims
Q) ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী হলো (WBP 2008)
A) আমেরিকা
B) চীন
C)ই ইউ (E.U)
D) ওপরে কোনোটিই নয়
Answer : – B) চীন
* According to provisional data from India’s commerce ministry, China regained its position as India’s top trade partner in 2020 despite high border tensions between the two countries.
Q) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা- (WBSI 2008)
A) রাগবি
B) ক্রিকেট
C) বেসবল
D) হকি
Answer : – C) বেসবল
* রাগবি: New Zealand;
* ক্রিকেট: Australia, England
Q) আধুনিক অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় (WBSI 2008)
A) এথেন্সে
B) মিউনিখে
(C) আমস্টারডেম
D) নিউইয়র্কে
Answer : – A) এথেন্সে
* 1896-Athens, Greece / এথেন্স, গ্রীস
wbp constable previous question paper
Q) ফর্মুলা ওয়ান যুক্ত – (WBSI 2008)
A) আইস হকির সাথে
B) নদীতে ফেলার বাইবার খেলাম
(C) মোটর কার রেস এর সাথে
D) ওপরের কোনোটিই নয়
Answer : -(C) মোটর কার রেস এর সাথে
Q) মারুতি উদ্যোগ এ অবস্থিত, (WBSI 2008)
A) দিল্লি
B) মুম্বাই
C) পুনে
D) গুরগাঁও
Answer : – B) মুম্বাই
Q) কল্লোল নাটকের রচয়িতা কে? (WBSI 2008)
A) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
(C) উৎপল দত্ত
B) মোহিত চ্যাটার্জী
D) বিধায়ক ভট্টাচার্য
Answer : -(C) উৎপল দত্ত
Q) বাঞ্ছারামের বাগান নাটকের রচয়িতা কে? (WBSI 2008)
A) নারায়ন গঙ্গোপাধ্যায়
C) উৎপল দত্ত
B) মনোজ মিত্র
D) বাদল সরকার
Answer : – B) মনোজ মিত্র
Q) ওড়িষী নৃত্য রীতি কোন অঞ্চলে? (WBP 2008)
A) অন্ধপ্রদেশ
() ঝাড়খন্ড
B) উড়িষ্যা
D) বিহার
Answer : – B) উড়িষ্যা
* Andhra Pradesh: Kuchipudi * Jharkhand: Chhau Dance, Paika, Barao