West Bengal GNM ANM Nursing Entrance Questions

Q. BMR মাপক যন্ত্র-

(a) বেনেডিক্ট রথ
(b) ডগলার্স ব্যাগ
(c) দুটোই
(d) কোনোটিই নয়
Answer – (c) দুটোই

Q. Renin হল একটি-

(a) উৎসেচক
(b) হরমোন
(c) নিউরোট্রান্সমিটার
(d) কোনোটিই নয়
Answer – (b) হরমোন

Q. রক্তের গড় চাপ হল-

(a) 80 mm Hg
(b) 93.3 mm Hg
(c) 120 mm Hg
(d) 200 mn Hg
Answer – (b) 93.3 mm Hg

Q. পলিসাইথিমিয়া ভেক্টর বলা হয়-

(a) RBC স্বাভাবিকের থেকে কম
(b) RBC স্বাভাবিকের থেকে বেশি
(c) WB স্বাভাবিকের থেকে কম
(d) WBC স্বাভাবিকের থেকে বেশি
Answer – (b) RBC স্বাভাবিকের থেকে বেশি

Q. কার্ডিয়াক পেসমেকার বলা হয়-

(a) A.V. নোড
(b) S.A. নোড
(c) পারকিঞ্জি তত্ত্ব
(d) হিসের বান্ডিল
Answer – (b) S.A. নোড

Preparation For ANM GNM

Q. মানবদেহে মোট পেশির সংখ্যা-

(a) 206 টি
(b) 208 টি
(c) 665 টি
(d) 656 টি
Answer – (d) 656 টি

Q. কোন্ টি শোষণের সঙ্গে জড়িত?

(a) ভিল্লি
(b) ক্রিপ্টস অব লিবারকুন
(c) সাক্কাস এন্টারিকাস
(d) ভার্মিফরম অ্যাপেন্ডিক্স
Answer – (a) ভিল্লি

Q. আন্ত্রিক রসের pH হল-

(a) 7.1-8.2
(b) 6.3-9.0
(c) 1.5-2.5
(d) 5.5-7.7
Answer – (b) 6.3-9.0

Q. দুগ্ধ শর্করায় থাকে না-

(a) গ্লুকোজ
(b) ফ্রুক্টোজ
(c) গ্যালাকটোজ
(d) কোনোটিই নয়
Answer – (b) ফ্রুক্টোজ

Q. ফ্যাটের অবদ্রবকরণ বলতে বোঝায়-

(a) দ্রবণীয়করণ
(b) পরিপাক
(c) আত্তীকরণ
(d) কাইলোমাইকেন গঠন
Answer – (a) দ্রবণীয়করণ

Q. ট্রিপসিন কীসের দ্বারা সক্রিয় হয়?

(a) অ্যামাইলেজ
(b) এন্টারোকাইনেজ
(c) অ্যামিনোপেপটাইডেজ
(d) নাইট্রিক অ্যাসিড
Answer – (b) এন্টারোকাইনেজ

Mock Test ANM GNM

Q. অ্যামিনো অ্যাসিড শোষিত হয় যে প্রক্রিয়ায়-

(a) নিষ্ক্রিয় ব্যাপন ক্রিয়া দ্বারা
(b) সক্রিয় পরিবহণ প্রক্রিয়ায়
(c) অভিস্রবণ
(d) সহায়ক ব্যাপন প্রক্রিয়ায়
Answer – (b) সক্রিয় পরিবহণ প্রক্রিয়ায়

Q. চিবানোর পর খাদ্যের নরম দলাকে বলে-

(a) বোলাস
(b) কাইম
(c) কাইল
(d) কাইলোমাইক্রন
Answer – (b) কাইম

Q. হিমোগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হয় যখন অক্সিজেনের পার্শ্বচাপ-

(a) 10 মিমি পারদ চাপের সমান
(b) 20 মিমি পারদ চাপের সমান
(c) 30 মিমি পারদ চাপের সমান
(d) 100 মিমি পারদ চাপের সমান
Answer – (d) 100 মিমি পারদ চাপের সমান

Q. 1 গ্রাম হিমোগ্লোবিন কী পরিমাণ ০₂ বহন করতে পারে?

(a) 1.34 মিলি
(b) 1.5 মিলি
(c) 2.34 মিলি
(d) 5 মিলি
Answer – (a) 1.34 মিলি

Q. নেফ্রাইটিস রোগে মানবদেহের কোন্ অঙ্গ আক্রান্ত হয়?

(a) যকৃৎ
(b) প্লিহা
(c) বৃক্ক
(d) ফুসফুস
Answer – (c) বৃক্ক

Q. মানবরক্তে কোন্ রাসায়নিক পদার্থের উপস্থিতি শিরা এবং ধমনির মধ্যে প্রবহমান রক্তকে তঞ্চিত হতে দেয় না?

(a) হেপারিন
(b) নিকোটিন
(c) মেলানিন
(d) গ্লুকাগন
Answer – (a) হেপারিন

GNM ANM Important Questions In Bengali

Q. ফাইব্রিনোজেনযুক্ত রক্তের জলীয় অংশকে কী বলা হয়?

(a) প্লাজমা
(b) থ্রম্বোপ্লাসটিন
(c) সিরাম
(d) এর কোনওটিই নয়
Answer – (c) সিরাম

Q. আঙুরের রসে যে জৈবযৌগ থাকে, তাকে বলে-

(a) গ্লিসারল
(b) গ্লুকোজ
(c) ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড
(d) এদের কোনটিই নয়
Answer – (b) গ্লুকোজ

Q. ‘রেসারপিন’ ড্রাগটি ব্যবহৃত হয়-

(a) আর্থাইটিসের চিকিৎসায়
(b) উচ্চ রক্তচাপ কমাতে
(c) ব্যথা-বেদনা কমাতে
(d) ডায়াবেটিসের চিকিৎসায়
Answer – (b) উচ্চ রক্তচাপ কমাতে

Q. বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?

(a) আর্কইন্ডিকেটর
(b) অক্সানোমিটার
(c) প্রোটোমিটার
(d) হিমমোমিটার
Answer – (c) প্রোটোমিটার

Q. O শ্রেণির রক্তে-

(a) অ্যাগ্লুটিনোজেন থাকে না
(b) অ্যাঙ্গুটিনিন থাকে না
(c) অ্যাগ্লুটিনোজেন A থাকে
(d) অ্যাগ্লুটিনোজেন AB থাকে
Answer – (a) অ্যাগ্লুটিনোজেন থাকে না

Life Science Best Question For ANM GNM

Q. ‘রেসারপিন’ কোন গাছ থেকে পাওয়া যায়?

(a) তামাক
(b) সর্পগন্ধা
(c) চা
(d) কুচেলা
Answer – (b) সর্পগন্ধা

Q. ধুনা হল আসলে-

(a) উপক্ষার
(b) রজন
(c) তরুক্ষীর
(d) র‍্যাফাইড
Answer – (b) রজন

Q. কোন্ ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়?

(a) A
(b) C
(c) D
(d) E
Answer – (b) C

Q. রক্তে RBC-এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলে-

(a) ওলিগোসাইথিমিয়া
(b) পলিসাইথিমিয়া
(c) অ্যানিমিয়া
(d) লিউকোপিনিয়া
Answer – (b) পলিসাইথিমিয়া

Q. মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি?

(a) খাদ্যগ্রহণ
(b) আত্তীকরণ
(c) বহিঃস্করণ
(d) পরিপাক
Answer – (b) আত্তীকরণ

Q. মেগালোব্লাস্ট অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয়-

(a) ভিটামিন B1
(b) ভিটামিন B3
(c) ভিটামিন B9
(d) ভিটামিন B12
Answer – (c) ভিটামিন B9

Q. নিম্নের কোন্ মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস রোগ হয়?

(a) ম্যাগনেসিয়াম
(b) ক্যালশিয়াম
(c) ফসফরাস
(d) সোডিয়াম
Answer – (a) ম্যাগনেসিয়াম

Q. নিম্নোক্ত কোন্ ভিটামিনটি ‘পাইরিডক্সিন’ নামে পরিচিত?

(a) B₁
(b) B5
(c) B12
(d) D
Answer – (b) B5

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top